TET Agitation

প্রিজ়ন ভ্যানের তলায় শুয়ে পড়লেন চাকরিপ্রার্থীরা, এক্সাইড মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করলেও এখনও পর্যন্ত নিয়োগ পাননি। নিয়োগের দাবিতেই তাঁরা বুধবার রবীন্দ্র সদন মেট্রোর সামনে জমায়েত হন। বিক্ষোভ সামলাতে হিমসিম খায় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৫:৪৪
Share:

বিক্ষোভকারীদের সামাল দিতে হিমসিম পুলিশ। ছবি: পিটিআই।

নিয়োগের দাবিতে আন্দোলনে রণক্ষেত্র এক্সাইড মোড়। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। পুলিশের প্রিজ়ন ভ্যানের চাকার তলায় শুয়ে বিক্ষোভ। এলগিন রোডের মোড় অবরোধ। ধস্তাধস্তির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন বিক্ষোভকারী। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে।

Advertisement

চাকরির দাবিতে পথে নেমে আন্দোলন শুরু হয়েছে। বুধবার, এক্সাইড মোড়ের কাছে জমায়েত হন চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের সরাতে যেতেই বেঁধে যায় ধুন্ধুমার। একাধিক চাকরিপ্রার্থী প্রতিবাদস্বরূপ প্রিজন ভ্যানের তলায় চাকার নীচে শুয়ে পড়েন। পুলিশ টেনেহিঁচড়ে তাঁদের বার করে। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করলেও এখনও পর্যন্ত নিয়োগ পাননি। নিয়োগের দাবিতেই তাঁরা বুধবার রবীন্দ্র সদন মেট্রোর সামনে জমায়েত হন। সেই বিক্ষোভ সামলাতেই হিমসিম খায় পুলিশ। পরে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি সাউথ। তখন পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।

এর জেরে গোটা এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। সারি দিয়ে রাজপথে দাঁড়িয়ে পড়ে যাত্রীবোঝাই বাস। থমকে যায় ট্যাক্সি, গাড়ি, বাইকও। পুলিশ রাস্তার অন্তত একটি লেন যান চলাচলের জন্য খোলা রাখার চেষ্টা করলেও কিছু ক্ষণের মধ্যেই স্তব্ধ হয়ে যায় এলাকা। পুলিশের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলতে শুরু করেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে কয়েক জন চাকরিপ্রার্থী এলগিন রোডের মোড় অবরোধ করেন। তাতে পরিস্থিতি আরও জটিল হয়। পরে অবশ্য পুলিশ গিয়ে সেই অবরোধ তুলে দেয়। যদিও যান চলাচল স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement