বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। — নিজস্ব চিত্র।
চাকরির দাবিতে মঙ্গলবার পথে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখালেন তাঁরা। টেনেহিঁচড়ে চাকরিপ্রার্থীদের সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কয়েক জনকে জোর করে পুলিশ ভ্যানে তোলা হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন চাকরিপ্রার্থী। এক জন অসুস্থ হয়ে পড়েছেন।
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার পথে নামেন ২০২২ সালের টেট উত্তীর্ণেরা। করুণাময়ী মোড়ে প্ল্যাকার্ড, ব্যানার হাতে বসে পড়েন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, ২০২২ সালে টেট উত্তীর্ণ হয়েছেন। এখনও ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই নিয়োগের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। এর ফলে যানজট তৈরি হয় করুণাময়ী মোড়ে। আটকে পড়ে বহু গাড়ি। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরে যেতে বলে। তাঁরা রাজি হননি। এর পর জোর করে সরানোর চেষ্টা করলে তাঁরা প্রতিরোধ করেন। দুই পক্ষের বচসা, ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলেন। পুলিশ এসে জোর করে সরিয়ে দিয়েছে। কয়েক জন পুলিশ ভ্যানে তুলে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, ২০২৩ সালের টেটের ফলপ্রকাশের আগে ২০২২ সালের টেট উত্তীর্ণ ছ’জন বঞ্চিতদের সুযোগ দিতে হবে। সকল জেলার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। শিক্ষার অধিকার আইনে সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করতে হবে। ছাত্র-শিক্ষকদের অনুপাত অনুযায়ী যথেষ্ট সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, বছরে দু’বার প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যবস্থা করা হবে। চাকরিপ্রার্থীদের দাবি, পর্ষদ সভাপতির সেই প্রতিশ্রুতি সুনিশ্চিত করতে হবে। তাঁরা আরও দাবি করেছেন, ২০২২ সালে টেট উত্তীর্ণদের নাম, ক্রমিক সংখ্যা, কোন প্রশিক্ষণ নিয়েছেন, টেটে প্রাপ্ত নম্বর, জাতি শংসাপত্র-সহ সব তথ্য পিডিএফ আকারে প্রকাশ করতে হবে।