Bollywood Wedding

বর-কনের সাজে গোলাপির রংমিলন্তি! অরমান-আশনার বিয়ের ছবি আর কী দেখাল?

বলিপাড়ায় বিয়ে মানেই বর-কনের পোশাক থেকে বিয়ের উদ্‌যাপন— সব নিয়েই চর্চা হবে। ২০২৪ সালের মতো এ বছরের শুরুতেও বিয়ের ফ্যাশনে দেখা গেল না লাল রঙের দাপট। কেমন ছিল অরমান-আশনার বিয়ের সাজ?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৯:৩২
Share:

অরমান-আশনা। ছবি: সংগৃহীত।

নতুন বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়লেন গায়ক অরমান মালিক। দীর্ঘ দিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। ইনস্টাগ্রামে বিয়ের ছবি ভাগ করে নিয়ে এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নবদম্পতি। বলিপাড়ায় বিয়ে মানেই বর-কনের পোশাক থেকে বিয়ের উদ্‌যাপন— সব নিয়ে চর্চা হবে।

Advertisement

অরমান-আশনার বিয়ের পোশাকে গোলাপি ছোঁয়া। ছবি: ইনস্টাগ্রাম।

২০২৪ সালের মতো এ বছরের শুরুতেও বিয়ের ফ্যাশনে দেখা গেল না লাল রঙের দাপট। ফ্যাশন ইনফ্লুয়েন্সার আশনার পরনে ছিল কমলা রঙের জমকালো লেহঙ্গা। লেহঙ্গা জুড়ে ছিল গোলাপি রঙের আভা। যদিও বিয়ের শেরওয়ানি বাছাইয়ের সময়ে বেশির ভাগ বরের পছন্দের তালিকায় থাকে সাদা কিংবা ঘিয়ে রং, তবে সেই ছক ভেঙে বিয়েতে অরমান পরেছিলেন হালকা গোলাপি রঙের শেরওয়ানি। এর আগে অবশ্য ভিকি কৌশল তাঁর বিয়েতে হালকা গোলাপি রঙের শেরওয়ানি পরেছিলেন। অরমানও হাঁটলেন সে পথেই। অরমানের শেরওয়ানির সঙ্গে মানানসই গোলাপি রঙের ওড়না ছিল আশনার মাথায়। বর-কনের পোশাক নকশা করেছেন পোশাকশিল্পী মণীশ মলহোত্র।

আশনার লেহঙ্গা জুড়ে ছিল সোনালি রঙের জারদৌসি, চুমকি ও গোটাপত্তির কারুকাজ। লেহঙ্গার সঙ্গে ‘ডিপনেক’ ক্রপটপ ধাঁচের ব্লাউজ়। তাঁর গলায় ছিল হিরে ও পান্নার কারুকাজ করা চোকার, কানে ঝুমকো, মাথায় টিকলি আর হাতে চুড়া। তবে সাবেক লাল রঙের নয়, আশনা পোশাকের সঙ্গে মিলিয়ে হালকা গোলাপি রঙের চুড়া পরেছিলেন। অন্য দিকে অরমানের বন্ধগলা শেরওয়ানি জুড়েও ছিল জারদৌসি ও জরির কারুকাজ। শেরওয়ানির সঙ্গে শিফনের ওড়না নিয়েছিলেন গায়ক। ওড়নার ধার বরাবর ছিল সূক্ষ গোটাপত্তির নকশা।

Advertisement

রকুল-জ্যাকি ও অদিতি-সিদ্ধার্থের বিয়ের পোশাকেও দেখা যায়নি লালের ছোঁয়া। ছবি:ইনস্টাগ্রাম।

বলিউডের বিয়েতে আবারও চোখে পড়ল প্যাস্টেল রঙের দাপট। বিয়ের পোশাক বাছাইয়ের ক্ষেত্রে সাদা-লালের সাবেকি যুগলবন্দি ছেড়ে কখনও হালকা রঙের পোশাকে রংমিলন্তি কখনও আবার ‘কনট্রাস্ট’-এর দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম। ২০২৪ সালে বিয়ে হয় রকুল প্রীত সিংহ ও জ্যাকি ভগনানির। বিয়েতে রকুলের পরনে ছিল গোলাপি লেহঙ্গা আর জ্যাকির পরনে ঘিয়ে শেরওয়ানি। অদিতি রাও ও সিদ্ধার্থের বিয়ের পোশাকও ছিল ঘিয়ে রঙের। ২০২৪ সালের মতো ২০২৫-এও একই ট্রেন্ড দেখা দিল বলিপাড়ার বিয়ের ফ্যাশনে। তবে কি বিয়ের পোশাকে দাপট হারাচ্ছে লাল রং? সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

নিজেদের সম্পর্ককে কখনওই গোপন রাখেননি অরমান-আশনা। ২০১৭ সালে অরমান এবং আশনার প্রথম আলাপ। আলাপ গড়াতেই সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে একসঙ্গে ঘুরতেও যান তাঁরা। ঘুরতে যাওয়ার ছবি সমাজমাধ্যমেও পোস্ট করতে দেখা যেত তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement