Coronavirus

করোনা সংক্রমণ নিয়ে দুই পাড়ার বিবাদ বালিগঞ্জে, উত্তেজনা থামাতে নামল পুলিশ

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করতে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৯:২১
Share:

দুই পাড়ার গন্ডগোলের জেরে মোতায়েন পুলিশবাহিনী। —নিজস্ব চিত্র

করোনায় সংক্রমণ নিয়ে এ বার কলকাতায় দুই পাড়ার মধ্যে তুমুল গোলমাল বাধল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এক পাড়া থেকে অন্য পাড়ায় সংক্রমণ ঘটছে বলে অভিযোগ তুলে সোমবার রাত থেকে মঙ্গলবার দিনভর উত্তপ্ত হয়ে উঠল বালিগঞ্জ স্টেশন রোড এলাকা।

Advertisement

বালিগঞ্জ স্টেশনের কাছে রেললাইনের দু’দিকে দুই পাড়া। বালিগঞ্জ স্টেশন রোডের বাসিন্দাদের দাবি, রেললাইনের ওপারের জগন্নাথ ঘোষ রোডের বাসিন্দারা করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন। সেখান থেকে আক্রান্তদের পরিবারের লোকজন এ দিকে আসার ফলে সংক্রমাণের ঝুঁকি বাড়ছে। অনেকে আক্রান্ত হচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে গোলমাল বাধে বলে পুলিশ সূত্রে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগন্নাথ ঘোষ রোডের বাসিন্দাদের আটকাতে, বালিগঞ্জ স্টেশন রোডে ঢোকার মুখেই ব্যারিকেড করে দেওয়া হয়। এ বিষয়ে আপত্তি জানান জগন্নাথ ঘোষ রোডের বাসিন্দারা। জোর করে সেই ব্যারিকেড খুলে দিতে গেলে ঝামেলা শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করতে হয়। এ দিন সন্ধ্যা পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে।

Advertisement

আরও পড়ুন: আর্থিক লেনদেনের জালে ফেঁসে গিয়েছিলেন দেবেন্দ্রনাথ! সন্দেহ পুলিশের

আরও পড়ুন: কয়েক মাসেই চলে যেতে পারে করোনা প্রতিরোধের ক্ষমতা, বলছে নয়া গবেষণা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement