প্রতীকী ছবি।
বান্ধবীর সঙ্গে ঝগড়া, কথা কাটাকাটি। তারই রাগ গিয়ে পড়ল বন্ধুর উপর। যার জেরে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটল বেহালার চণ্ডীতলা এলাকায়। শুক্রবার রাতে ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় অভিযুক্ত বন্ধুকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই দুই বন্ধুর নাম শেখ সুমন ও শেখ সুজন। রাজমিস্ত্রির কাজে মুর্শিদাবাদ থেকে এসেছিল তারা। চণ্ডীতলা মেন রোডের কাছে একটি ভাড়া বাড়িতে একসঙ্গে ১০ জন মিলে থাকত তারা। শুক্রবার রাতে বান্ধবীর সঙ্গে ঝামেলা হয়েছিল শেখ সুমনের। তার পরই বিছানা করা নিয়ে সুজনের সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় সময়ে বান্ধবীর সঙ্গে বচসার রাগটাও গিয়ে পড়ে বন্ধুর উপরই গিয়ে পড়ে। হাতাহাতি সময়ে সুজনের বুকে সজোরে ঘুসি মারে সুমন। বন্ধুকে সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হয়ে পড়তে দেখেই পালায় সে। সুজনকে পরে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে আসতেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।