Crime

কলকাতায় কোচিং সেন্টারে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! গ্রেফতার করা হল শিক্ষককে

কলকাতার ঠাকুরপুকুর এলাকায় একটি কোচিং সেন্টারে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১৪:৩২
Share:

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল শিক্ষককে। প্রতীকী ছবি।

ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এক কোচিং সেন্টারের শিক্ষককে গ্রেফতার করা হল। ঘটনাটি ঘটেছে কলকাতার ঠাকুরপুকুর এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুরের ভট্টাচার্য পাড়া রোড এলাকায় একটি কোচিং সেন্টারের ঘরে নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই ঘটনা বাড়িতে জানায় নাবালিকা। তার পরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৫৪ বছর বয়সি অভিযুক্ত শিক্ষক সুরজিৎ ভট্টাচার্যকে।

Advertisement

কোচিং সেন্টারের মধ্যে কী ভাবে নাবালিকাকে যৌন হেনস্থা করা হল, এ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় মুখ খোলেননি কোচিং সেন্টার কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement