Behala

চারতলার বারান্দা ভেঙে পড়ল বেহালায়, আশঙ্কাজনক ১

ঘটনায় আহত হয়েছেন তিনজন। একজনের অবস্থা আশঙ্কাজনক। শিমুলতলা বাজারের কাছে এই ঘটনায় আহত হয়েছেন এক সব্জি বিক্রেতাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৫:৩৭
Share:

বেহালায় এই বাড়ির অংশই ভেঙে পড়ে। নিজস্ব চিত্র

রবিবার বেহালার নীলাঞ্জনা অ্যাপার্টমেন্ট নামে একটি চারতলা বাড়ির একাংশ হঠাৎই ভেঙে পড়ল। ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শিমুলতলা বাজারের কাছে এই ঘটনায় আহত হয়েছেন এক সব্জি বিক্রেতাও।

Advertisement

ওই বাড়িতে রবিবার কাজ করতে এসেছিলেন কয়েকজন। তাঁরাই চারতলা বাড়ির চারতলার বারান্দায় কাজ করতে ওঠেন। সেই কাজ শুরু করার পরেই হঠাৎ বারান্দা ভেঙে পড়ে যায়। সোজা মাটিতে পড়েন দু’জন। বাড়িটি বাজার এলাকায়। ওই বাড়ির নীচেই বসেছিলেন এক সব্জি বিক্রেতা। বাড়ির ভাঙা অংশ তাঁর পায়ে পড়ে। পা ভেঙে গিয়েছে ওই সব্জি বিক্রেতারও। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: পার্থর সঙ্গে বৈঠক, ‘আবার ডাকলে আসব’, বললেন বিক্ষুব্ধ রাজীব

Advertisement

স্বাভাবিকভাবে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় মানুষেরা জানিয়েছেন, কেউ কিছু বোঝার আগেই রবিবার হঠাৎই ঘটে যায় এই দুর্ঘটনা। কেন বাড়ির একাংশ এভাবে ভেঙে পড়ল তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ‘কোন হরিদাস পাল?’, দিলীপের খোঁচায় কল্যাণের পাল্টা ‘গুন্ডা-মস্তান’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement