হঠাৎ বৃষ্টিতে ভেজা ধর্মতলা চত্বর। নিজস্ব চিত্র
হঠাৎ করেই কালো হয়ে এল আকাশ। কয়েক মুহূর্তের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি। আষাঢ়ের দ্বিতীয় দিন বিকেলে এ ভাবেই ভেসে গেল কলকাতা এবং সংলগ্ন এলাকা। তবে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে স্বস্তির এই বৃষ্টি মোটেই বর্ষার নয়। আঞ্চলিক মেঘ থেকেই এই বৃষ্টি হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকাই কালো হতে শুরু করে কলকাতার আকাশ। একই ছবি দেখা যায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার বিভিন্ন জায়গায়। কিছু ক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামে ঝেঁপে।
উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে কবে তা আসবে সে ব্যাপারে এখনই কিছু জানাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী কয়েক দিন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি তারা এ-ও জানিয়েছে, এথনই গরম কমার কোনও সম্ভাবনা নেই। সেই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।