ফাইলে সই করছেন সুব্রত। ছবি আনন্দবাজারের আরকাইভ থেকে।
এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাইলে সই করছেন সুব্রত মুখোপাধ্যায়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন-সহ রাজ্যের চারটি দফতরের মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়রের প্রয়াণের পর প্রকাশ্যে এল সেই ছবি।
গত ২৪ অক্টোবর শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন সুব্রত। পরীক্ষা চলাকালীন শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়তেই কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে উডবার্নের আইসিসিউ-তে ভর্তি করানো হয়। তার পর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন সুব্রত।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি সপ্তাহে সোমবারে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়েছিল। দু’টি ‘স্টেন্ট’ও বসানো হয়েছিল তাঁর শরীরে। হাসপাতাল সূত্রে খবর, তার পরই সুব্রতকে একটি ফাইলে সই করতে দেখা গিয়েছিল। ক্যামেরাবন্দি করা ওই দৃশ্যই প্রকাশ্যে এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেন্ট থ্রম্বোসিসে আক্রান্ত হন সুব্রত। আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। এ দিন রাত ৯টা ২২মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ।