যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
দিল্লির রাজপথে কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৪নং গেটের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। প্রায় ১৫-২০ মিনিট ধরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেন। কুশপুতুল জ্বালান তাঁরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জেরে ওই চত্বরে তীব্র যানজট তৈরি হয়।
গড়িয়া থেকে যাদবপুর থানা পর্যন্ত রাস্তায় যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিক্ষোভের জেরে গড়িয়া-যাদবপুর থানা, সেলিমপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর, অভিষিক্তা কানেক্টরে যানজট তৈরি হয়।
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচারের দাবিতে ১ মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন কুস্তিগিরেরা। রবিবার দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারই ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েতের’ ডাক দিয়েছিলেন কুস্তিগিরেরা। নতুন সংসদ ভবন পর্যন্ত পদযাত্রার কর্মসূচি নিয়েছিলেন তাঁরা। তাঁদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। তার পরেই তুলকালাম কাণ্ড ঘটে। সাক্ষী মালিক, বিনেশ ফোগট, সঙ্গীতা ফোগট, বজরং পুনিয়াদের মতো পদকজয়ী কুস্তিগিররা ‘আক্রান্ত’ হন পুলিশের হাতে।
রবিবার রাজধানীতে কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে সোমবার কলকাতায় বিক্ষোভ দেখায় এসইউসিআই। দুপুরে রাজভবন অভিযান করেন এসইউসিআইয়ের কর্মী-সমর্থকেরা। এই অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়। রাজভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় এসইউসিআই কর্মী-সমর্থকদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় বেশ কয়েক জন বিক্ষোভকারীকে।