Siliguri Date Center

কাজ প্রায় সম্পূর্ণ, শিলিগুড়িতে চালু হচ্ছে রাজ্যের তৃতীয় ডেটা সেন্টার

বৃহস্পতিবার সিআইআই-এর এক অনুষ্ঠানে সঞ্জয় বলেন, ‘‘এই সার্ভিস ডেটা সেন্টারের কাজ সম্পূর্ণ। এর কার্যক্ষমতা (কম্পিউটিং পাওয়ার) ১৬০ পেটাফ্লপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০৯:৩২
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আগামী মাসে শিলিগুড়িতে চালু হতে চলেছে রাজ্যের অন্যতম বৃহৎ ডেটা সেন্টার। সরকারি সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি দফতরের উদ্যোগে তৈরি হওয়া প্রকল্পটির কাজ প্রায় সম্পূর্ণ। ওয়েবেলের এমডি সঞ্জয়কুমার দাস জানান, ইন্টারনেট সংযোগ সংক্রান্ত কাজ শেষ হলেই ডেটা সেন্টারটি পুরোপুরি কার্যকর হবে।

Advertisement

বৃহস্পতিবার সিআইআই-এর এক অনুষ্ঠানে সঞ্জয় বলেন, ‘‘এই সার্ভিস ডেটা সেন্টারের কাজ সম্পূর্ণ। এর কার্যক্ষমতা (কম্পিউটিং পাওয়ার) ১৬০ পেটাফ্লপ। রাজ্যের তরফে বিনামূল্যে কিংবা নামমাত্র খরচে স্টার্ট-আপ-সহ তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে এই পরিকাঠামো ব্যবহার করতে দেওয়া হবে।’’ এখন রাজ্যে সেক্টর ফাইভ এবং পুরুলিয়ায় দু’টি ডেটা সেন্টার রয়েছে। শিলিগুড়িরটি তৃতীয়।

ওয়েবেল কর্তা জানান, সেন্টারের কর্মক্ষমতার ১০০ শতাংশই যাতে ব্যবহার করা যায় তা নিশ্চিত করবে রাজ্য। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, স্টার্ট-আপ এবং তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির উচ্চ মানের সফটওয়্যার পরিকাঠামো (হাইএন্ড কম্পিউটিং) প্রয়োজন হয়। কিন্তু তা সব সময়ে তাদের নিজেদের পক্ষে তৈরি করা সম্ভব নয়। এই ধরনের সংস্থাগুলি রাজ্যের ডেটা সেন্টারটি ব্যবহার করতে পারবে। এতে তাদের যেমন সুবিধা হবে, তেমনই আরও ছোট ছোট সংস্থা রাজ্যে লগ্নিতে আগ্রহী হবে বলে মনে করছে সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement