Jadavpur University

jadavpur Universiry: শিক্ষাকর্মীকে ২৪ ঘণ্টারও বেশি আটকে রাখলেন পড়ুয়ারা

অভিযোগ, জিয়াউর রহমান নামে ওই কর্মী পড়ুয়াদের লাগানো একটি পোস্টার ছিঁড়ে ফেলেছেন।

নিজস্ব সংবাদদাতা

যাদবপুর শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ০৭:৫১
Share:

ফাইল ছবি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে এক শিক্ষাকর্মীকে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখলেন পড়ুয়ারা। অভিযোগ, জিয়াউর রহমান নামে ওই কর্মী পড়ুয়াদের লাগানো একটি পোস্টার ছিঁড়ে ফেলেছেন। সেই অভিযোগে সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, তৃণমূলের ২১ জুলাই ‘ধর্মতলা চলো’ সংক্রান্ত একটি হোর্ডিং পড়েছিল ক্যাম্পাসে। পরে তার পাশে একটি পোস্টারে লিখে দেওয়া হয়— ‘যাব না! কী করবেন?’ জিয়াউর দ্বিতীয় পোস্টারটি গত বুধবার ছিঁড়ে দেন বলে অভিযোগ। এর জেরে সোমবার ছাত্রেরা তাঁকে আটকে রাখেন।

বিশ্ববিদ্যালয়ের তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির নেতা বিনয় সিংহ জানান, সোমবার তিনি এই খবর পেয়ে যাদবপুরের সল্টলেক ক্যাম্পাসে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। কিন্তু তাঁরা জিয়াউরকে ছাড়তে রাজি হননি। মঙ্গলবার ফের তিনি ওই ক্যাম্পাসে যান। খবর পেয়ে সল্টলেক ক্যাম্পাসে যান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুও। শেষে এ দিন বিকেলের দিকে জিয়াউরকে ছেড়ে দেন পড়ুয়ারা। ছাড়া পেয়ে তিনি অসুস্থবোধ করলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে রেজিস্ট্রার বলেন ‘‘আমরা কখনওই চাই না, এ রকম পরিস্থিতি তৈরি হোক। বিষয়টি মিটে গিয়েছে। ছাত্রছাত্রীরা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে চান। কিছু দিনের মধ্যেই তা হবে।’’ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্র সংসদের চেয়ারপার্সন অরিত্র মজুমদার অবশ্য জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন