প্রতীকী ছবি।
এক মাসের ব্যবধানে দু’টি সিমেস্টারের পরীক্ষা নেবে কলেজ! ফলে তাঁরা প্রবল চাপে পড়েছেন। ফেসবুকে এমনই পোস্ট করে সে কথা জানালেন সেন্ট জ়েভিয়ার্স কলেজের এক ছাত্র। তাঁর বক্তব্য, যে কলেজ পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যে বিশেষ নজর রাখে, তারাই এমন চাপে ফেলছে ছাত্রছাত্রীদের!
দেশের অন্যতম সেরা এই স্বশাসিত কলেজের সমস্যা সাধারণত প্রকাশ্যে আসে না। ছাত্রটির বক্তব্য, যে ইভেন সিমেস্টারের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তার শেষ ক্লাস হয়েছিল করোনা পরিস্থিতির আগে। মার্চে কলেজ বন্ধ হয়। ফলে পাঠ্যক্রম শেষ হয়নি। অনেকে বাড়ি থেকে পড়ার সামগ্রী পাননি। সেটা কলেজ কর্তৃপক্ষকে জানালেও পদক্ষেপ করা হয়নি বলে ছাত্রটির অভিযোগ। তাঁর দাবি, এর পরে টানা ছ’ঘণ্টা করে প্রতিদিন অড সিমেস্টারের অনলাইন ক্লাস হলেও অনেক পড়ুয়ার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। সেটাও কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। তিনি আরও জানান, দশ মাস আগে পড়া সেই ইভেন সিমেস্টারের পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে। ৫ জানুয়ারি থেকে অড সিমেস্টারের পরীক্ষা!
বুধবার কলেজের অধ্যক্ষ ডমিনিক স্যাভিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁরা পরীক্ষার সম্ভাব্য দিন জানিয়েছেন। চূড়ান্ত নয়। পড়ুয়ারা দিন বদলের অনুরোধ করে চিঠি দিয়েছেন। তা বদলানো হবে। তাঁর কথায়, “পড়ুয়াদের স্বার্থের বিষয়টি অগ্রাধিকার দিয়ে থাকি।”