এই ট্রামে চেপেই এ বার শহরের পুজো দেখার সুযোগ মিলবে। নিজস্ব চিত্র
বাতানুকূল ট্রাম সফরে এ বার উত্তর এবং দক্ষিণ কলকাতার বাছাই করা পুজো দেখার সুযোগ করে দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম। পুজোর সময়ে আগামী ২৩ এবং ২৫ অক্টোবর, অর্থাৎ সপ্তমী এবং নবমীতে ওই সুবিধা মিলবে। এসপ্লানেড থেকে উত্তরে শ্যামবাজার এবং পরে ফের এসপ্লানেড থেকে দক্ষিণে গড়িয়াহাট অভিমুখে ছুটবে ট্রাম। গন্তব্যে পৌঁছে ৪৫ মিনিট করে বিরতি দেবে ট্রাম। ওই সময়ের মধ্যে কাছাকাছি মণ্ডপে প্রতিমা দেখে আসতে পারবেন যাত্রীরা। উত্তরে কাশী বোস লেন, হাতিবাগান সর্বজনীন, নলিন সরকার স্ট্রিট এবং দক্ষিণে একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্কের পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা থাকবে।
যাত্রীদের জন্য বাতানুকূল ট্রামে পত্রপত্রিকা এবং ওয়াইফাই থাকবে। রাজ্য পরিবহণ নিগম সূত্রের খবর, পুজোর কলকাতায় এই বিশেষ ট্রাম সফরে যাত্রীদের জন্য জলখাবারের ব্যবস্থাও থাকবে। এ জন্য যাত্রী পিছু ৫০০ টাকা করে ভাড়া ধার্য করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে রাজ্য পরিবহণ নিগমের এক আধিকারিক
জানান, উত্তর এবং দক্ষিণ কলকাতার পুজোর সাবেকিয়ানার সঙ্গে আরামদায়ক পরিবেশে ট্রাম সফরের ভালোলাগাকে জুড়তেই এই অভিনব পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে। বাতানুকূল কামরায় মৃদু লয়ে ঢাকের বাদ্যি শোনানোর
পাশাপাশি উত্তর এবং দক্ষিণের রাস্তাঘাট, দ্রষ্টব্য সম্পর্কে যাত্রীদের অবহিত করতে বিশেষ ট্রাম সফরে এক জন করে গাইডের ব্যবস্থাও থাকছে।