শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।
ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে কবিকে। ভর্তির পর বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে তাঁর। সন্ধ্যার পর মিলেছে রিপোর্ট। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল।
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। মৃত্যুও জারি। গত শুক্রবার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এসএসকেএমের এক পড়ুয়া চিকিৎসকের। নাম অনিমেষ মাজি। তিনি স্নাতকোত্তর পড়তে এসেছিলেন। থাকতেন ভবানীপুরের এক মেসে। ২৫ অক্টোবর তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। গত বৃহস্পতিবার হাওড়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।
পুজোর সময় ডেঙ্গি মোকাবিলা করতে চারটি হেল্পলাইন নম্বর চালু করেছিল রাজ্য সরকার। পুজোর সময় ডেঙ্গি ধরা পড়লে যাতে আক্রান্তের পরিবারকে যত্রতত্র ছুটে না বেড়াতে হয়, সে কথা মাথায় রেখেই এই চারটি হেল্পলাইন চালু করা হয়েছিল।