IPL

আইপিএল ভক্তদের জন্য সোমবার মধ্যরাতেও চলবে মেট্রো, ছাড়বে এসপ্ল্যানেড থেকে

রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে ২টি মেট্রো। একটি যাবে দক্ষিণেশ্বর। অন্যটি কবি সুভাষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ১৬:২২
Share:

রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে ২টি মেট্রো। — ফাইল ছবি।

সোমবার ইডেনে আইপিএল ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের জন্য তাই কলকাতায় মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো। যাতে রাতে খেলা দেখে বাড়ি ফিরতে কারও সমস্যা না হয়। রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে ২টি মেট্রো। একটি যাবে দক্ষিণেশ্বর। অন্যটি কবি সুভাষ।

Advertisement

সোমবার ইডেনে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস। খেলা শুরু হবে সাড়ে ৭টা থেকে। খেলা শেষে ক্রিকেট-ভক্তদের বাড়ি ফিরতে যাতে সমস্যা না হয়, সে কারণে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো। রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে ছেড়ে মেট্রোটি দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে। এসপ্ল্যানেড থেকে আর একটি মেট্রো ওই একই সময়ে কবি সুভাষের উদ্দেশে রওনা হবে। সেটি কবি সুভাষে পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে।

এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর যাওয়ার পথে ২টি মেট্রো সব স্টেশনেই থামবে। শুধুমাত্র এসপ্ল্যানেড স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে। যাত্রীরা সেখান থেকে স্মার্ট কার্ড, টোকেন কিনতে পারবেন। কলকাতায় যে দিন আইপিএলের ম্যাচ থাকছে, সে দিনই মিলছে এই পরিষেবা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement