প্রতিবাদ: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন চত্বরে ফ্লেক্স ছিঁড়ে বিক্ষোভ। ছবি: সুমন বল্লভ
আশ্বাস ছিল, মঙ্গলবার তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন প্রশাসনের আধিকারিকেরা। কিন্তু তা হয়নি। তাই আজ, বুধবার সকাল থেকে ময়দানে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থানে বসবেন তাঁরা। তেমনই জানিয়েছেন সারা বাংলা সেল্ফ এমপ্লয়মেন্ট লেবার অর্গানাইজ়েশন (এসএলও)-এর সদস্যেরা।
দাবি পূরণ না হওয়ায় সোমবার এসএলও-র সদস্যদের বিক্ষোভে উত্তপ্ত হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও সংলগ্ন এলাকা। সেখানে আটকে পড়েন শ্রমমন্ত্রী মলয় ঘটক। সংগঠনের সদস্যদের ক্ষোভ প্রশমনে মঙ্গলবার আলোচনায় বসা হবে বলে জানিয়েছিলেন আধিকারিকেরা। এ দিন সকালে আকাশবাণী ভবন চত্বরে যান এসএলও-র জনা চল্লিশেক সদস্য। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁদের হটিয়ে দেয়। সংগঠনের নেতারা জানান, তার পরেই সদস্যদের সঙ্গে কথা বলে বুধবারের কর্মসূচি স্থির করা হয়। তাঁদের বক্তব্য, ‘‘দাবি পূরণ হয়নি। আমাদের কথা জানানোর জন্য গাঁধী মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান করব।’’
এসএলও-র অভিযোগ ছিল, সোমবারের সমাবেশ থেকে তাঁদের মাসিক ভাতা ও স্থায়ীকরণের ঘোষণা করা হবে বলে আগে জানানো হয়েছিল। কিন্তু কোনওটাই করা হয়নি। সে কারণে সদস্যেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। যদিও শ্রমমন্ত্রী জানিয়েছিলেন, কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। কোনও সংগঠনের মঞ্চ থেকে এ ভাবে সরকারি সিদ্ধান্ত ঘোষণা করা যায় না, তা-ও মনে করাচ্ছেন তিনি।