বেহালায় ভ্যাটে খুলি, হাড়

রাস্তার ধারে ভ্যাটে একটি প্লাস্টিকের প্যাকেটে মিলল দু’টি মাথার খুলির কিছু অংশ ও তার দিয়ে জোড়া কয়েকটি হাড়। শুক্রবার সকাল সাতটা নাগাদ বেহালা থানা এলাকার মুচিপাড়ার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ০১:১৭
Share:

রাস্তার ধারে ভ্যাটে একটি প্লাস্টিকের প্যাকেটে মিলল দু’টি মাথার খুলির কিছু অংশ ও তার দিয়ে জোড়া কয়েকটি হাড়। শুক্রবার সকাল সাতটা নাগাদ বেহালা থানা এলাকার মুচিপাড়ার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, কলকাতা পুরসভার ওই ভ্যাটে আবর্জনা তোলার সময়ে কর্মীরাই প্রথম ওই প্যাকেটটি দেখতে পান। এই ঘটনায় সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ময়লা তোলার কাজও। খবর পেয়ে পুলিশ এসে প্যাকেটটি নিয়ে যায়। পুলিশ অবশ্য জানিয়েছে, হাড়গুলি মানুষেরই। ডাক্তারি পরীক্ষায় ব্যবহৃত হয় এগুলি।

এ দিকে মুহূর্তে এলাকায় রটে যায়, গুম করে রাখা কোনও মৃতদেহের হাড়গোড় ফেলে যাওয়া হয়েছে ভ্যাটে। স্থানীয় এক বাসিন্দা রাজেশ দাস বলেন, ‘‘সকালে বাড়ি থেকে বেরিয়েই দেখি ভ্যাটের সামনে পড়ে হাড়গোড় ভরা প্লাস্টিক প্যাকেট। সেটিকে ঘিরে ততক্ষণে জড়ো হয়েছেন বাসিন্দাদের অনেকেই।’’ অন্য এক বাসিন্দা ব্রজেন চৌধুরীর কথায়, ‘‘নরকঙ্কাল নিয়ে অনেক শুনেছি। কিন্তু ঘরের সামনে এই দৃশ্য সত্যিই ভয়াবহ।’’

Advertisement

কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) মিরাজ খালিদ বলেন,‘‘এই রাস্তায় য়াতায়াতের পথে কেউ খোলা ভ্যাটে এগুলি ফেলে থাকতে পারেন। প্রাথমিক ভাবে যেটুকু জানা গিয়েছে, ডাক্তারি পড়তেই এই হাড় ব্যবহার হয়। হাড়গুলি পুরনো এবং তার দিয়ে জোড়া রয়েছে।’’ পুরনো হয়ে যাওয়াতেই হয়তো কেউ ভ্যাটে ফেলে দিয়েছেন। তবে এগুলি পুরুষ না মহিলার হাড়, ফরেন্সিক পরীক্ষার আগে তা জানা যাবে না। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান ডিসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement