মধ্যমগ্রামে সাংস্কৃতিক প্রতিবাদ। —নিজস্ব চিত্র।
আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ধারাবাহিক প্রতিবাদে শামিল হওয়ায় এক শিক্ষিকার নাট্য ও নৃত্যশিক্ষা কেন্দ্র ‘ভয়’ দেখিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মধ্যমগ্রামে। আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ১০০ দিন পূর্তিতে মূল ঘটনার পাশাপাশি ‘হুমকি-সংস্কৃতি’রও প্রতিবাদ হল মধ্যমগ্রামের বসুনগরে। একাধিক সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে রবিবার প্রতিবাদ কর্মসূচিতে জেলার বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্র উপস্থিত হয়ে নিজেদের অনুষ্ঠান মঞ্চস্থ করেছেন। নাট্য-ব্যক্তিত্ব, সমাজকর্মীরা আর জি করের ঘটনার তদন্তের দ্রুততা, লাগাতার ঘটে চলা নারী নির্যাতন এবং ‘হুমকি-প্রথা’ ও প্রতিবাদীদের উপরে পুলিশ-প্রশাসনের দমন-পীড়ন বন্ধের দাবি তুলেছেন। মধ্যমগ্রাম অঞ্চলের নাট্য-ব্যক্তিত্ব ও শিক্ষিকা সঞ্চয়িতা বসুর নাট্য ও নৃত্যশিক্ষা কেন্দ্র বন্ধ করে দেওয়া, দশম বর্ষের মধ্যমগ্রাম বইমেলার ছাড়পত্র দেওয়া নিয়ে পুরসভার হয়রানি এবং অশোকনগরের একটি সংস্থার নাটকের প্রদর্শন বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করা হয়েছে সেখানে। প্রতিবাদী কর্মসূচিতে ছিলেন সমাজকর্মী অনির্বাণ চৌধুরী, নাট্য-ব্যক্তিত্ব প্রবীর গুহ, স্বপন বসু, মধ্যমগ্রাম বইমেলার কর্ণধার অজয় পাল প্রমুখ।