KMC

দৃশ্যদূষণ রুখতে কমতে পারে হোর্ডিংয়ের আয়তন

বৈঠকে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধিরাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ০২:২৬
Share:

ফাইল চিত্র।

শহরের দৃশ্যদূষণ কমাতে বিজ্ঞাপনী বোর্ডগুলির আয়তন কমাতে চায় পুরসভা। এ নিয়ে মঙ্গলবার পুর ভবনে বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার।

Advertisement

বৈঠকে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধিরাও। পুরসভা সূত্রের খবর, শহর কলকাতার বিভিন্ন রাস্তায় পুরসভার নিজস্ব বিজ্ঞাপন বোর্ড রয়েছে প্রায় তিনশোটি। বেসরকারি ভাবে বিজ্ঞাপন বোর্ড রয়েছে প্রায় পাঁচশোটি। শহরের অধিকাংশ বিজ্ঞাপন বোর্ডের আয়তন প্রায় ২০০ বর্গফুট। কলকাতা পুরসভার বিজ্ঞাপন দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘পৃথিবীর বিভিন্ন শহরে বিজ্ঞাপন বোর্ডের সর্বাধিক আয়তন ১৬০ বর্গফুট। কলকাতার ক্ষেত্রে বিজ্ঞাপন বোর্ডগুলির আয়তন সর্বাধিক বেশি। এর ফলে শহর দৃশ্যদূষণের শিকার হচ্ছে। আমরা তাই এ দিনের বৈঠকে উপস্থিত বিজ্ঞাপন সং‌স্থার প্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েছি, তাঁরা যেন বিজ্ঞাপন বোর্ডের আয়তন কমান।’’

এ দিনের বৈঠকে উপস্থিত একটি বিজ্ঞাপন সংস্থার চেয়ারম্যান কেষ্ট সাহা বলেন, ‘‘শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে পুরসভার এই উদ্যোগকে স্বাগত। আমরা পুরসভার আবেদন যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করব।’’ পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমারের কথায়, ‘‘শহরের সৌন্দর্যায়নের অঙ্গ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ের বহুতলে এলইডি বোর্ড লাগানো হবে। শহর কলকাতার ইতিহাস থেকে শুরু করে নানা কাহিনি সেই বোর্ডে থাকবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement