Kolkata Police

নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, মুম্বই থেকে গ্রেফতার সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী

রবিবার চারু মার্কেট থানার পুলিশ মুম্বই থেকে সঞ্জয়কে গ্রেফতার করে। তার পর তাঁকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় আনা হয়। বিচারক সঞ্জয়কে সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০৯:৪৬
Share:

সঞ্জয় চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী। রবিবার চারু মার্কেট থানার পুলিশ মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করে। তার পর তাঁকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় আনা হয়। সঞ্জয়কে আলিপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ওই সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো)-এ মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাচক্রে, সঞ্জয় সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর ভাই।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় একটি সঙ্গীত শিক্ষামূলক প্রতিষ্ঠান চালান। সেখানকার এক নাবালিকা ছাত্রীর বাবা-মা গত ২৯ অগস্ট বেলঘরিয়া থানায় সঞ্জয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে ‘জ়িরো এফআইআর’ করেন। গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধস্থল দেশের যে জায়গাতেই হোক না কেন, ‘জ়িরো এফআইআর’ যে কোনও থানায় দায়ের করা যায়। সংশ্লিষ্ট থানাই সেই অভিযোগ ঘটনাস্থল যে থানার আওতাধীন, সেখানে পাঠিয়ে দেয়। সঞ্জয়ের বিরুদ্ধে ১৬ বছরের এক ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের আকুরলি রোড থেকে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement