বিঘ্নিত মেট্রো পরিষেবা। চাঁদনি চক স্টেশনে ট্রেনের প্রতীক্ষায় যাত্রীরা। —নিজস্ব চিত্র।
দমদমে বিকল হয়ে পড়ে সিগন্যাল ব্যবস্থা। তার জেরে শুক্রবার সন্ধ্যায় বিঘ্নিত হল মেট্রো পরিষেবা। সন্ধ্যা ৫টা ৫৬ মিনিট থেকে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। সন্ধ্যা ৭টা ১৭ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। মাঝের সময়টায় মেট্রো পরিষেবা পাওয়া গিয়েছে দমদম থেকে কবি সুভাষের মধ্যে। এর ফলে বিপাকে পড়েন অফিসফেরত যাত্রীরা। ভিড় জমে যায় দক্ষিণেশ্বর স্টেশনে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, পুরো পরিষেবা চালু হলেও ধীর গতিতে এগোচ্ছে মেট্রো।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, দমদম স্টেশন সিগন্যাল ব্যবস্থা বিকল হয়ে যায়। সেই কারণে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিট থেকে দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যে সব যাত্রীর গন্তব্য দক্ষিণেশ্বর ছিল, তাঁরা বিপাকে পড়েন। দক্ষিণেশ্বরেও আটকে পড়েন বহু মানুষ। শুক্রবার, দ্বিতীয়ার দিন বহু মানুষ দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির দর্শনে যান। তাঁরা আটকে পড়েন। শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ— সম্পূর্ণ পথে পর্যন্ত চলতে শুরু করে মেট্রো।
অন্য দিকে, চাঁদনি চকেও বেশ কিছু ক্ষণ আটকে ছিল দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো। স্টেশনে ভিড় জমে যায়। কিছু ক্ষণ বন্ধ থাকার পর দমদম পর্যন্ত শুরু হয় পরিষেবা।
মেট্রো রেলের তরফে রাতে জানানো হয়, ফের সিগন্যালে ত্রুটি দেখা দেওয়ায় দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। শুক্রবার রাত ৮টা ৪০ মিনিট নাগাদ ওই ত্রুটি ধরা পড়ে। মিনিট ২০ বন্ধ থাকার পর আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ— পুরো পথে (ব্লু লাইন) মেট্রো চলাচল শুরু হয়। তবে রাত ১০ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হয়নি বলেই যাত্রীদের অভিযোগ।