সান্দাকফু। —ফাইল চিত্র।
দামি মোটরবাইক নয়, তাঁর বাহন স্কুটার। সেটি নিয়েই গত সাত বছর বহু জায়গায় ঘুরে বেড়িয়েছেন।২০১৯ সালে ৩৪ দিনে সারা ভারতের ১৩ হাজার কিলোমিটার পথ পরিক্রমাও করেছিলেন। এ বার কলকাতা থেকে নেপাল হয়ে সান্দাকফু পৌঁছে সেই স্কুটারে এক লক্ষ কিলোমিটার পথ পেরোনোর রেকর্ড গড়লেন কলকাতার শিবালিক মুখোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ সরকার বাইক বা স্কুটারে সান্দাকফু যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলেও নেপালের পথে এমন কোনও বাধানিষেধ নেই। তাই বাঙুরের বাসিন্দা, পেশায় চিকিৎসক শিবালিক গত ২৮ মে কলকাতা থেকে যাত্রা শুরু করে ঢুকে পড়েছিলেন নেপালে। তাঁর কথায়, ‘‘ভদ্রপুর-ইলাম-মাইপোখরি হয়ে, ৬৯৩ কিলোমিটার পথপেরিয়ে ৩০ মে পৌঁছে যাই সান্দাকফু। একই পথে ফিরে আসি। এই যাতায়াতের পথেই স্কুটারে এক লক্ষ কিলোমিটার পথ চলা সম্পূর্ণ হয়।’’ তবে সে যাত্রায় কয়েক বার খারাপও হয়ে যায় স্কুটারটি। নিজেই তা সারাই করেন শিবালিক।
এক লক্ষ কিলোমিটার পথ পেরোনো সঙ্গীকে এর পরেও বাতিলের পরিকল্পনা নেই শিবালিকের। বরং জানিয়েছেন, ইঞ্জিনের অংশ বদলে নিয়ে আরও কিছু দিন এই স্কুটারেই পথে নামতে চান তিনি।