Sonarpur

যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে ধৃত আরও তিন

১৯ নভেম্বর রাতে লাল্টুর দেহ উদ্ধার হয়। তার পরে দীপ মণ্ডল ও সুরজিৎ মুখোপাধ্যায় নামে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছিল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ০৮:৩৩
Share:

প্রতীকী ছবি।

সোনারপুরের কামরাবাদে বন্ধুর বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় লাল্টু হাজরা নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে, তিলজলা থানা এলাকা থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গোপাল হালদার, ছোট বিশ্বাস ও বুবাই মণ্ডল। ঘটনার পর থেকে সোনারপুর থানার নোয়াপাড়া ও পশ্চিম দাসপাড়ার বাসিন্দা ওই তিন যুবক ফেরার ছিল।

Advertisement

১৯ নভেম্বর রাতে লাল্টুর দেহ উদ্ধার হয়। তার পরে দীপ মণ্ডল ও সুরজিৎ মুখোপাধ্যায় নামে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, খুনের পরে ওই তিন জন কোলাঘাটে লুকিয়েছিল। তারা মোবাইল ব্যবহার করছিল না। সাদা পোশাকের পুলিশ তাদের বাড়িতে নজর রাখছিল।

সম্প্রতি গোপাল তার এক পরিচিতকে অন্য মোবাইল থেকে ফোন করে। তা জেনে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখেন তদন্তকারীরা। বৃহস্পতিবার তিলজলা থানা এলাকার বাসিন্দা, গোপালের এক আত্মীয়ের বাড়িতে অভিযুক্তেরা টাকা নিতে আসে। সেখান থেকেই তিন জনকে ধরে পুলিশ। তদন্তকারীদের দাবি, তারা নেপালে পালানোর চেষ্টা করছিল। দুর্গাপুজোর বিসর্জনের দিন গোপালের সঙ্গে লাল্টুর বচসা হয়। সেই আক্রোশেই লাল্টুকে গুলি করে বলে জেরায় সে স্বীকার করেছে বলে দাবি পুলিশের। যদিও তদন্তকারী এক অফিসার বলছেন, ‘‘খুনের কারণ নিয়ে সন্দেহ রয়েছে। এর পিছনে আরও কোনও বড় ঘটনা থাকতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement