Senco Gold & Diamonds

Senco Gold & Diamonds: স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ত্রিয়া কালেকশন’ নিয়ে হাজির সেনকো গোল্ড, মিলছে আকর্ষণীয় ছাড়ও

সোনা, প্ল্যাটিনাম ও হিরের হরেক রকম চেন, কানের দুল, ব্রেসলেট মিলবে নতুন সম্ভারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ২১:২৭
Share:

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ফাইল চিত্র।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে নতুন গয়নার সম্ভার নিয়ে হাজির হল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। জাতীয় পতাকার তিন রংকে নজরে রেখে এই নয়া সম্ভারের নাম দেওয়া হয়েছে ‘ত্রিয়া কালেকশন’। সোনা, প্ল্যাটিনাম ও হিরের হরেক রকম চেন, কানের দুল, চুড়ি পাওয়া যাবে ওই সম্ভারে। গয়নার নতুন সম্ভার নিয়ে আসার পাশাপাশি আকর্ষণীয় ছাড়ও দেওয়া হচ্ছে সেনকো গোল্ডের তরফে।

Advertisement

ল্যাটিন শব্দ ‘ত্রিয়া’-র অর্থ, তিন রঙের তিন প্রতীক। আমাদের জাতীয় পতাকার গেরুয়া, সাদা ও সবুজ, এই তিন রঙের গুরুত্ব মাথায় রেখেই ত্রিয়া সম্ভারের পরিকল্পনা করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সাদা, হলুদ ও গোলাপি রঙের সোনার সম্ভারও থাকবে সংগ্রহে।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর জয়িতা সেন বলেন, ‘‘স্বাধীনতা দিবস প্রত্যেক ভারতীয়ের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। তা মাথায় রেখেই আমরা ত্রিয়া কালেকশন নিয়ে এসেছি। আমাদের প্রিয় গ্রাহকদের কাছে পছন্দসই গয়না পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement