Human Rights Day

মানবাধিকার দিবসে আলোচনা

কেমন আচরণকে বলা হবে লিঙ্গভিত্তিক হিংসা, কী ভাবেই বা তার মোকাবিলা করা সম্ভব, আইন এ নিয়ে কী বলছে— এমনই বিভিন্ন দিক নিয়ে মঙ্গলবার দিনভর চলে আলোচনা ও কর্মশালা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১০:২১
Share:

লিঙ্গভিত্তিক হিংসা জনস্বাস্থ্যের ক্ষেত্রে কার্যত অতিমারির মতোই একটা বড় বিপদ। —প্রতীকী চিত্র।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুদ্ধদেব দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট ও আমেরিকান কনসুলেট জেনারেলের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। কেমন আচরণকে বলা হবে লিঙ্গভিত্তিক হিংসা, কী ভাবেই বা তার মোকাবিলা করা সম্ভব, আইন এ নিয়ে কী বলছে— এমনই বিভিন্ন দিক নিয়ে মঙ্গলবার দিনভর চলে আলোচনা ও কর্মশালা। কলকাতার আমেরিকান কনসাল জেনারেল ক্যাথি জাইলস-ডিয়াজ় জানান, অনেকেই বুঝতে পারেন না যে, লিঙ্গভিত্তিক হিংসা জনস্বাস্থ্যের ক্ষেত্রে কার্যত অতিমারির মতোই একটা বড় বিপদ। তাই এমন হিংসার ঘটনা ঠেকাতে সমাজের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয়ের উপরে জোর দেন ক্যাথি। বুদ্ধদেব দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে সোহিনী দাশগুপ্ত জানান, তাঁদের সংগঠন দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে কাজ করছে। লিঙ্গভিত্তিক হিংসা রুখতে ১৬ দিনের যে কর্মসূচি চলছে বিশ্ব জুড়ে, তারই অঙ্গ হিসাবে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয়েছিল এ দিনের অনুষ্ঠানটির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement