বাজি-বিধি ভাঙলে স্পট ফাইনের প্রস্তাব

সংগঠনের সম্পাদক নব দত্ত জানান, নিষিদ্ধ বাজি বিক্রি বন্ধ করার কাজে ব্যর্থ হলে তার দায় সংশ্লিষ্ট থানা বা পুলিশ আধিকারিকের উপরেই বর্তাবে। সুপ্রিম কোর্টের রায়ে তেমনটাই বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ০৩:১৬
Share:

ফাইল চিত্র।

নিয়ম ভেঙে বাজি ফাটালে ‘স্পট ফাইন’ করা হোক। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করল পরিবেশকর্মীদের সংগঠন ‘সবুজ মঞ্চ’। মঞ্চের তরফে এ দিন স্পষ্ট জানানো হয়, নিষিদ্ধ বাজি ফাটানো বন্ধে সচেতনতার প্রচার বহু বছর ধরেই চলছে। কিন্তু তাতে সমস্যার সমাধান হচ্ছে না। তাই এ বার কড়া শাস্তির প্রয়োজন। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে বলে সংগঠন সূত্রের খবর।

Advertisement

সংগঠনের সম্পাদক নব দত্ত জানান, নিষিদ্ধ বাজি বিক্রি বন্ধ করার কাজে ব্যর্থ হলে তার দায় সংশ্লিষ্ট থানা বা পুলিশ আধিকারিকের উপরেই বর্তাবে। সুপ্রিম কোর্টের রায়ে তেমনটাই বলা হয়েছে। তাঁর কথায়, ‘‘কোনও থানা নিষিদ্ধ বাজি ফাটানোর বিরুদ্ধে পদক্ষেপ না করলে আমরা সেই রিপোর্ট সংগ্রহ করে আইনের দ্বারস্থ হব।’’ বৈঠকে উপস্থিত প্রবীণ আইনজীবী ও পরিবেশ আইন বিশেষজ্ঞ গীতানাথ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘প্রতি বছর সচেতনতার প্রচার চলে। অথচ পরিস্থিতির পরিবর্তন হয় না। শব্দবাজি বন্ধে কড়া শাস্তি চাই।’’ এ বিষয়ে অধ্যাপক সুকান্ত চৌধুরী বলেন, ‘‘নাগরিক সমাজকে সরব হতে হবে। একসঙ্গে লড়াই করতে হবে। না হলে এ সব বন্ধ করা যাবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement