Kolkata

টাকা নিয়ে ধস্তাধস্তি, নিউ মার্কেটের হোটেলের নীচে খুন অন্ধ, তদন্তে লালবাজার

নিউ মার্কেটের একটি হোটেলের নীচে ধস্তাধস্তিতে মৃত্যু হল এক জনের। ঘটনায় আটক করা হল তিন জনকে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ২০:৪৫
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিউ মার্কেটের একটি হোটেলের নীচে ধস্তাধস্তিতে মৃত্যু হল এক জনের। শনিবার এই ঘটনায় শোরগোল শহর কলকাতার ব্যস্ততম ওই এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরা গিয়েছেন ঘটনাস্থলে।

Advertisement

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর ৩টে ৫০ মিনিটে স্থানীয় সূত্রে খবর পেয়ে নিউ মার্কেট থানার একটি হোটেলের কাছে যান তদন্তকারীরা। সেখানে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলার পর তাঁরা ওই ব্যক্তির নাম-পরিচয় এবং বয়স জানতে পারেন। পুলিশ জানতে পারে মৃত মুন্নার মায়েরও দৃষ্টিশক্তি নেই। তিনিও ভিক্ষাবৃত্তি করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলার পর পুলিশ জানতে পারে দুপুরে এক জনের সঙ্গে কথা কাটাকাটি হয় মুন্নার। মারামারিও হয়। তার পর মুন্না সংজ্ঞাহীন হয়ে পড়ার পর পুলিশে খবর দেওয়া হয়।

Advertisement

দেহ উদ্ধারের পর এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রবিবার মৃতের দেহের ময়নাতদন্ত হবে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও কেউ এখনও থানায় এ নিয়ে কোনও অভিযোগ জানায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement