প্রকাশ বন্দ্যোপাধ্যায়, গৌতম ভৌমিক এবং অমিত সাউ।
দ্রুত গতিতে স্কুটার চালিয়ে যাচ্ছেন এক যুবক। কিছুটা পিছনে দ্রুত গতিতে মোটরবাইক চালিয়ে যাচ্ছেন এক ট্র্যাফিক সার্জেন্টও। মঙ্গলবার সন্ধ্যায় রেড রোডে কার্নিভালের জন্য যখন বিভিন্ন রাস্তায় গাড়ির গতি শ্লথ, সেখানে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এর উপরে দ্রুত গতিতে গাড়ি চালানোর এই দৃশ্য দেখে থমকে যান পথচারীরা।
পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে গিরিশ পার্ক মোড়ের কিছু আগে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন বছর পঞ্চান্নের বৈদ্যনাথ পাঁজাগারিয়া। সে সময়ে তীব্র গতিতে স্কুটার চালিয়ে আসছিলেন এক যুবক। বেপরোয়া স্কুটারের ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পড়েন বৈদ্যনাথবাবু। হাসপাতাল সূত্রের খবর, তাঁর পা ভেঙেছে। এ দিকে বেগতিক বুঝে দ্রুত গতিতে স্কুটারে পালিয়ে যান চালক। পুলিশ জানায়, খবর পেয়ে গিরিশ পার্ক মোড় থেকে স্কুটারটিকে তাড়া করে পুলিশকর্মীরা। পরে বিডন স্ট্রিট থেকে ওই স্কুটার চালককে আটক করা হয়। ওই স্কুটার চালকের নাম জগৎ সিংহ চৌরাসিয়া। তাঁর বাড়ি গিরিশপার্কে। পরে তাঁকে গিরিশ পার্ক থানার হাতে তুলে দেন জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের অফিসারেরা।
পুলিশ জানায়, বৈদ্যনাথবাবুকে ধাক্কা মারতে দেখেছিলেন এক ব্যক্তি। জগতকে পালিয়ে যেতে দেখে ওই ব্যক্তি গিরিশ পার্ক মোড়ে কর্তব্যরত জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট গৌতম ভৌমিককে বিষয়টি জানান। তখন তাঁর পাশেই ছিলেন অমিত সাউ নামের ওয়্যারলেস শাখার এক সার্জেন্ট। কিন্তু তিনি ডিউটিতে ছিলেন না। ওই অবস্থায় গৌতমবাবু চলে যান আহত প্রৌঢ়ের কাছে। নিজের বাইক নিয়ে ওই স্কুটার চালকের পিছনে ধাওয়া করেন অমিতবাবু। ইতিমধ্যে ওয়্যারলেসে খবর দেওয়া হয় বিডন স্ট্রিটে কর্তব্যরত সার্জেন্ট প্রকাশ বন্দ্যোপাধ্যায়কে। পুলিশ দেখে বিডন স্ট্রিটের ভিতরে ঢুকে যায় সেটি।
পুলিশের দাবি, সেখানেই ভুল করে ফেলেন ওই চালক। ওই রাস্তার যানজটে দ্রুত গতিতে স্কুটার চালিয়ে পালাতে না পারায় সেখান থেকেই পাকড়াও করা হয় যুবককে।
পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত।