Red Road Accident

নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা ট্যাঙ্কারের, আহত চালক ভর্তি এসএসকেএমে

সকালে বিদ্যাসাগর সেতু থেকে নেমে পিটিএস দিয়ে রেড রোডে ঢুকেছিল একটি তেলবোঝাই ট্যাঙ্কার। রেড রোডের বিজয় স্মারকের কাছে আচমকাই তা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ০৮:৫২
Share:

— প্রতীকী ছবি।

রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা ট্যাঙ্কারের। গুরুতর আহত ট্যাঙ্কারের চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Advertisement

সকাল সাড়ে ৭টা নাগাদ হাওড়া থেকে বিদ্যাসাগর সেতু, পিটিএস হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে কাশীপুরের দিকে যাওয়ার কথা ছিল একটি তেলবোঝাই ট্যাঙ্কারের। রেড রোডের উত্তরমুখী লেনে ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকের ঠিক সামনে বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্যাঙ্কার সোজা গিয়ে ধাক্কা মারে ফোর্ট উইলিয়ামের সীমানা দেওয়ালে। দেওয়ালের বেশ কিছুটা অংশ ভেঙে ট্যাঙ্কারটি ভিতরে ঢুকে আটকে যায়। সে ভাবেই বেশ কিছু ক্ষণ থাকার পর রেকার ভ্যান ডেকে তা সরানো হয়। এর জেরে সাতসকালেই রেড রোডে যানজটের সম্ভাবনা তৈরি হয়।

দুর্ঘটনায় ট্যাঙ্কারের চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, চালকের আঘাত গুরুতর। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement