প্রতীকী ছবি।
বন্ধুর মাকে কটূক্তি করার জন্যই ঠাকুরপুকুরে বন্ধুদের হাতে খুন হতে হয়েছিল রিকশাচালক গৌতম ঘোষ কে (৩৫)। ওই ঘটনায় ধৃত দুই যুবককে জেরা করার পরে এমনটাই দাবি করেছেন তদন্তকারীরা।
বুধবার সকালে ঠাকুরপুকুর থানা এলাকার মুকুন্দ দাস পল্লিতে একটি চায়ের দোকানের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল গৌতমের দেহ। ওই খুনের ঘটনার তদন্ত নেমে পুলিশ ওই রাতেই অশোক রায় এবং রবি দাস নামে দুই যুবককে গ্রেফতার করে। তারা গৌতমের বন্ধু বলেই পুলিশ জানিয়েছে। তিন জনই এলাকায় রিকশা চালায়। বৃহস্পতিবার ধৃত দু’জনকে আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
তদন্তকারীরা জানান, বুধবার ভোরে গৌতমের দেহ উদ্ধার হলেও খুনের ঘটনাটি ঘটেছে আগের দিন গভীর রাতে। ওই রাতে তিন বন্ধু মিলে মদ্যপান করেছিল। ধৃত অভিযুক্তেরা পুলিশের কাছে দাবি করে, মদ্যপানের সময়ে গৌতম, অশোকের মাকে নিয়ে কটূক্তি করে। তার জেরে দু’জনের মধ্যে গোলমাল শুরু হয়। প্রাথমিক ভাবে গোলমাল মিটলেও ফের কিছু ক্ষণের মধ্যেই আবার তাদের ঝগড়া শুরু হয়। অভিযোগ, ওই সময়ে রবি ধাক্কা মারে গৌতমকে। তাতে মাটিতে পড়ে যায় গৌতম। সেই সময়ে পাশে পড়ে থাকা ইট দিয়ে গৌতমের মাথায় আঘাত করে অশোক।
পুলিশের দাবি, প্রায় তিন চার বার ওই ইট দিয়ে আঘাত করা হয়েছিল গৌতমের মাথায়। চার দিকে রক্ত ছড়িয়ে পড়তেই অশোক এবং রবি পালিয়ে যায়।