Asfakulla Naiya

পুলিশি ‘হেনস্থা’র বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ আশফাকউল্লা

পরবর্তী কালে তাঁকে ইলেক্ট্রনিক্সকমপ্লেক্স থানায় তলবও করা হয়েছে। বিচারপতি ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ০৫:৪৫
Share:

আসফাকুল্লা নাইয়া। —ফাইল চিত্র।

পুলিশি তল্লাশি এবং তলবের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসক আশফাকউল্লা নাইয়া। তিনি সাম্প্রতিক সময়েজুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ হিসাবেও পরিচিত। সোমবার তাঁর আইনজীবী শামিম আহমেদ হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেপুলিশি তলবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। শামিমের অভিযোগ, নির্দিষ্ট কারণ ছাড়াই বিধাননগরপুলিশের একটি দল আশফাকউল্লার বাড়িতে তল্লাশি করেছে। পরবর্তী কালে তাঁকে ইলেক্ট্রনিক্সকমপ্লেক্স থানায় তলবও করা হয়েছে। বিচারপতি ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালতেরখবর, চলতি সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে। এ দিকে, এ দিনই আশফাকউল্লা বিধাননগর ইলেক্ট্রনিক্স থানায় ইমেলপাঠিয়ে তাঁর হাজিরার জন্য সময় চেয়েছেন। পাশাপাশি,এফআইআরের প্রতিলিপি তাঁকে যাতে দেওয়া হয়, সে কথাও জানিয়েছেন।

Advertisement

অভিযোগ উঠেছে, ডাক্তারির স্নাতকোত্তরের পড়ুয়া হলেও চিকিৎসক হিসাবে ‘ইএনটিবিশেষজ্ঞ’ ডিগ্রি ব্যবহার করেছেন আশফাকউল্লা। ভুয়ো ডিগ্রিব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩১৬ এবং ৩১৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গত সপ্তাহেই কাকদ্বীপে আশফাকউল্লার গ্রামের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এর পরেই পুলিশ-প্রশাসনের এই পদক্ষেপের প্রতিবাদ করেন ওই জুনিয়র চিকিৎসক। সরব হয়েছে জুনিয়র ডক্টরস’ ফোরামও। চিকিৎসকদের একাংশও সমাজমাধ্যমে আশফাকউল্লার পাশে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে এবার সরাসরি আইনি লড়াইয়েরপথ বেছে নিলেন ওই পড়ুয়া-চিকিৎসক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement