—ফাইল চিত্র।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিকদের মধ্যে একাংশের ক্যাম্পাসে রাত্রিযাপন শনিবার ২৬ দিনে পড়ল। ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুললেও হস্টেল এখনও খোলা হয়নি। তারই প্রতিবাদে ক্যাম্পাসেই থাকছেন আবাসিকদের একাংশ। তাঁদের বক্তব্য, কলকাতা শহরে বাড়ি ভাড়া করে থাকার মতো সামর্থ্য তাঁদের নেই। তাই বাধ্য হয়েই এই পরিস্থিতিতে ক্যাম্পাসে এসে থাকছেন তাঁরা।
বর্তমানে ছাত্র এবং ছাত্রীদের হস্টেলে সুপার বা সহ-সুপার পদেও কেউ নেই। ওই দুই পদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই দায়িত্ব দেওয়া হয়। শেষ পর্যন্ত শুক্রবার ওই দুই হস্টেলের সুপার এবং সহ-সুপার পদের জন্য শিক্ষকদের থেকে আবেদন চাওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ সেই আবেদন করার শেষ দিন।
অবস্থানকারীদের বক্তব্য, যত দিন না হস্টেল চালু হচ্ছে, তাঁরা ক্যাম্পাসেই থাকবেন।