রাতের শহরে গোষ্ঠী বিবাদের জেরে গুলিবিদ্ধ ১ ব্যক্তি, ধৃত ১

রাতেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাতের কলকাতায় গুলি চলল। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার নতুনপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে দু’টি গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে। গোলমালের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন স্থানীয় বাসিন্দা মহাদেব মণ্ডল ওরফে কোকো নামে এক ব্যক্তি।

Advertisement

রাতেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত যুবক উড়িয়া বাবুকে গ্রেফতার করে পুলিশ। আরও দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, নতুনপাড়া এলাকায় ওই দুই গোষ্ঠীর মধ্যে আগে থেকেই গোলমাল ছিল। গত রাতে ফের ঝামেলা বাধে।

Advertisement

আরও পড়ুন- চিনা নজরদারির তদন্ত-রিপোর্ট ৩০ দিনেই, জানালেন বিদেশমন্ত্রী

সেই সময় বচসার জেরে কোকোর মোবাইল ফোন এবং গলার হার ছিনতাইয়ের চেষ্টাও হয় বলে অভিযোগ। প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিল বলে স্থানীয়দের অভিযোগ। সিন্ডিকেট নিয়ে বিবাদের জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। ব্যক্তিগত আক্রোশ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: মোদী-মমতা-সনিয়া থেকে তেন্ডুলকর, সবার উপর গোপন নজরদারি চিনের!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement