Reservoirs

জল অপচয় রোধে বেশি ধারণক্ষমতা সম্পন্ন জলাধার

পুরসভার জল সরবরাহ দফতরের আধিকারিকেরা জানান, ওই জলাধারের ধারণক্ষমতা বাড়ানোর জন্য অনেক দিন আগেই সিদ্ধান্ত নেওয়া হলেও প্রযুক্তিগত কারণে তা বাস্তবায়িত হচ্ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ০২:০১
Share:

প্রতীকী ছবি। 

পরিস্রুত পানীয় জল ট্রিটমেন্ট প্লান্ট থেকে তোলা এবং সরবরাহ করার মধ্যবর্তী সময়ে কিছু পরিমাণ জল নষ্ট হয়। জলের এই অপচয় বন্ধ করতে এবং অনেক ক্ষেত্রে মূল শোধনাগার থেকে শহরের বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনে পানীয় জল সরবরাহের ঘাটতি রোধে গার্ডেনরিচ জলপ্রকল্পের জলাধারের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সম্প্রতি ওই জলাধারে রোজ প্রায় ১ কোটি গ্যালন জল বেশি রাখার ব্যবস্থা করা হয়েছে। আজ, বুধবার নতুন ধারণক্ষমতা সম্পন্ন ওই জলাধারের উদ্বোধন করবেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

Advertisement

পুরসভার জল সরবরাহ দফতরের আধিকারিকেরা জানান, ওই জলাধারের ধারণক্ষমতা বাড়ানোর জন্য অনেক দিন আগেই সিদ্ধান্ত নেওয়া হলেও প্রযুক্তিগত কারণে তা বাস্তবায়িত হচ্ছিল না। গার্ডেনরিচে রোজ প্রায় ১৮ কোটি ৫০ লক্ষ গ্যালন জল পরিশোধন করে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে সরবরাহ করা হয়। আধিকারিকেরা জানিয়েছেন, প্রায় সারাদিন ধরেই বিভিন্ন জলাধার এবং বুস্টার পাম্পিং স্টেশনে পানীয় জল সরবরাহের কাজ হয়। অনেক সময়ে প্রযুক্তিগত কারণে প্রয়োজনের তুলনায় কম পানীয় জল সরবরাহ হয়। তখনই সমস্যা দেখা দেয় কোনও কোনও এলাকায়। বাড়তি জল জলাধারে রাখার ব্যবস্থা করলে এই সব ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আগে গার্ডেনরিচের জলাধারটিতে ২ কোটি ৬০ লক্ষ গ্যালন জল রাখা যেত। বর্তমানে সেটির ধারণক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ গ্যালনে।

আধিকারিকেরা জানান, পলতা জলপ্রকল্প থেকে প্রত্যহ ২৬ কোটি গ্যালন পরিস্রুত পানীয় জল তৈরি হয়। সেখানের জলাধারের ধারণক্ষমতা এখন ৪ কোটি ৩ লক্ষ গ্যালন। জল সরবরাহ অবিচ্ছিন্ন রাখতে পলতায় আগেই জলাধারের ধারণক্ষমতা বাড়ানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement