Eco Park

খুলছে  ইকো পার্ক

কর্তৃপক্ষ জানান, প্রাথমিক ভাবে টয় ট্রেন চললেও সব রাইড এখনই চালু হচ্ছে না। রাইডে বসা যাত্রীদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ০৩:৪৭
Share:

কলকাতা

আজ, শনিবার থেকে খুলে যাচ্ছে নিউ টাউনের ইকো পার্ক। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন, সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। জীবাণুমুক্ত করা হয়েছে গোটা পার্ক এলাকা। প্রতিটি প্রবেশপথে জীবাণুমুক্ত করা ও তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা থাকবে। মাস্ক ছাড়া কাউকেই পার্কে প্রবেশ করতে দেওয়া হবে না। ৭২টি সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চলবে। লোকজনের মধ্যে দূরত্ব বজায় রাখতে পার্ক এলাকায় বড় বড় করে গোল দাগ দিয়ে জায়গা চিহ্নিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানান, প্রাথমিক ভাবে টয় ট্রেন চললেও সব রাইড এখনই চালু হচ্ছে না। রাইডে বসা যাত্রীদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে। এ দিন বিকেলে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবাশিস সেন ও অন্যান্য আধিকারিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement