বৃষ্টি মাথায় নিয়েই ঠাকুর দেখার ভিড়। —ফাইল ছবি।
সকালে রোদের দেখা মিললেও বেলা গড়াতেই আকাশের মুখভার। পঞ্চমীতে ভিজল কলকাতা। দুপুরে রীতিমতো বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হল শহরে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সোমবারই দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টি হয়। হালকা বৃষ্টি হয় হুগলি, পূর্ব বর্ধমানের কিছু অংশেও। পুজোর ঢাকে কাঠি পড়ে গেলেও পঞ্চমীর দিন পিছু ছাড়ল না বৃষ্টি।
পুজোর দিনগুলিতেও বৃষ্টি সঙ্গী হবে কি না, এখন তা জানতেই উৎসুক সকলে। আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ, পুজোর পাঁচ দিনই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা নেই। আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
হাওয়া অফিস জানিয়েছে, এখনও দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত অক্ষরেখা। সঙ্গে বঙ্গোপসাগরের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ফলে সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সেই কারণেই কোথাও কোথাও এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস। বর্তমানে সেই নিম্নচাপ অঞ্চলের প্রভাব কমেছে। তবে শনিবার থেকে কলকাতা এবং শহরতলিতে বৃষ্টি চলছে। রবিবারও কয়েকটি এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে।