প্রতীকী ছবি।
এ বার ছোটখাটো আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হবে পুজো কমিটির সদস্যদেরও। দুর্গাপুজো উপলক্ষে এমনই পরিকল্পনা নিয়েছে রাজ্য দমকল দফতর। রবিবার বালি দমকল কেন্দ্রের এক অনুষ্ঠানে এসে এ কথা জানিয়েছেন দমকলের ডিজি জগমোহন।
জগমোহন জানান, শহর ও জেলার বড় ও মাঝারি পুজো কমিটিগুলি অগ্নিবিধি মেনে মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র লাগিয়ে থাকেন। কিন্তু সেই যন্ত্র কী ভাবে ব্যবহার করতে হয় অথবা ছোটখাটো বিপর্যয় মোকাবিলায় কী করণীয়, তা তাঁদের অধিকাংশ জানেন না। সে জন্যই এ বছর পরিকল্পনা করা হয়েছে, পুজো কমিটিগুলি থেকে অন্তত দু’জন করে সদস্যকে নিয়ে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে ছোট কোনও ঘটনা হলে পুজো কমিটির সদস্যেরা নিজেরাই তা সহজে সামাল দিয়ে দিতে পারেন কিংবা আগুনকে যাতে না ছড়ায় সে জন্য প্রাথমিক ভাবে ব্যবস্থা নিতে পারেন। চলতি মাসেই ২ দিন ধরে হবে এই প্রশিক্ষণ ।