Illegal Construction

বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ

পূর্ব কলকাতা জলাভূমির একাংশ ক্রমশ বুজিয়ে দেওয়া হচ্ছে। কী ভাবে গত কয়েক বছরে জলাভূমির একাংশ বুজে গিয়েছে, তা ধরা পড়েছে উপগ্রহ-চিত্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২০ ০৩:০২
Share:

প্রতীকী ছবি

পূর্ব কলকাতা জলাভূমির একাংশ ক্রমশ বুজিয়ে দেওয়া হচ্ছে। কী ভাবে গত কয়েক বছরে জলাভূমির একাংশ বুজে গিয়েছে, তা ধরা পড়েছে উপগ্রহ-চিত্রে। ওই জলাভূমির কোথাও বেআইনি নির্মাণ হয়েছে, কোনও অংশ বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করছেন পরিবেশকর্মীরা। এ নিয়ে পুলিশে একাধিক অভিযোগও দায়ের হয়েছে। তার পরেও পরিস্থিতি খুব পাল্টায়নি বলে জানাচ্ছেন তাঁরা।

Advertisement

এক পরিবেশকর্মীর কথায়, ‘‘পূর্ব কলকাতা জলাভূমি বোজানোটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সংশ্লিষ্ট জলাভূমি নিয়ে অনেক বৈঠক হলেও এখনও এই সমস্যার সমাধান হয়নি।’’ অথচ, সাড়ে ১২ হাজার একরের এই জলাভূমি রামসার সাইটের অন্তর্গত। তা সত্ত্বেও নিয়ম লঙ্ঘন করে একাধিক জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ। পরিবেশ আদালতে তথ্য দিয়ে পরিবেশকর্মী সুভাষ দত্ত জানিয়েছেন, ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫ হাজার বেআইনি নির্মাণ তৈরি হয়েছে জলাভূমি এলাকায়। পরিবেশ আদালত ফেব্রুয়ারিতে তাদের নির্দেশে এই পরিসংখ্যানটির উল্লেখও করেছে।

সুভাষবাবু বলেন, ‘‘পূর্ব কলকাতা জলাভূমি বাঁচানো না-গেলে কলকাতাকেও বাঁচানো যাবে না। অথচ জলাভূমি এলাকাতেই একাধিক বাণিজ্যিক প্রকল্প চলছে।’’ যদিও রাজ্য পরিবেশ দফতর জানিয়েছে, বেআইনি নির্মাণের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। দফতরের এক কর্তা বলেন, ‘‘ধারাবাহিক ভাবে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মতোই কাজ করা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement