বিক্ষোভরত পড়ুয়ারা। নিজস্ব চিত্র।
বিশ্বভারতীর পর এবার প্রেসিডেন্সি। হস্টেল খোলার দাবিতে ২৮ দিন ধরে ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ। তার পরও সুরাহা না হওয়ায় ডিনকে ঘোরও করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হোস্টেল ও গার্লস হোস্টেলের আবাসিকরা। সোমবার ডিন অরুণকুমার মাইতিকে ঘেরাও করেন বিক্ষোভরত পড়ুয়ারা। আগামী ৩১ মার্চ ছাত্র-ছাত্রীদের হস্টেলে সুপার বা সহ-সুপার পদের জন্য আবেদন করার শেষ দিন। আর সেই দাবিতেও বিক্ষোভে শামিল হন এই পড়ুয়ারা।
সোমবার ক্যাম্পাসে একটি সাংস্কৃতিক জমায়েতের ডাক দেওয়া হয়। প্রেসিডেন্সির পড়ুয়া ছাড়াও অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই জমায়েতে অংশগ্রহণ করেন। এই জমায়েত থেকেই ডিন-কে ঘেরাও করার ডাক দেন প্রেসিডেন্সির ছাত্র-ছাত্রীরা। আন্দোলকারী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে রাজু কবিরাজের কথায়, “জেলা ও মফসসলের পড়ুয়াদের স্বার্থেই অবিলম্বে হস্টেল খুলে দেওয়া উচিত।” হস্টেল না খোলা অবধি ডিনকে ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ চলবে বলেও দাবি ছাত্র-ছাত্রীদের। এই ঘেরাওয়ে কলেজ ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সৌরেন মল্লিক।