অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র ।
সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সিবিআই-এর গ্রেফতারের হাত থেকে রক্ষাকবচ চেয়ে সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আবেদন করেন তৃণমূলের এই দাপুটে নেতা।
অনুব্রতের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়। তবে অন্য একটি মামলায় ডিভিশন বেঞ্চ ব্যস্ত রয়েছে বলেও প্রধান বিচারপতি জানান। আপাতত এই মামলাটি বুধবার শুনানির জন্য যেতে পারে বলেও মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ১৪ মার্চ গরুপাচার-কাণ্ডের জেরে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য তাঁকে সমন পাঠায় সিবিআই। তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় আগে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতে আবেদন করেছিলেন তিনি। কিন্তু শুক্রবার তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় আদালত। এই প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‘বার বার আদালতকে ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না। কোনও তদন্তে আদালত এ ভাবে সিবিআইয়ের হাত বাঁধতে পারে না।’’