Examination

Pre Board Exam: এমসিকিউ পদ্ধতিতেই সেপ্টেম্বরে প্রি বোর্ডের পরীক্ষা

অধ্যক্ষেরাও জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই অনলাইন ক্লাসে ওই ধাঁচে উত্তর লেখার উপরে গুরুত্ব দিয়ে পড়াচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ০৮:০৩
Share:

নয়া ভাবনা সিআইএসসিই-র ফাইল চিত্র

আগামী নভেম্বরে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার প্রথম সিমেস্টারের পুরোটাই হবে মাল্টিপল চয়েস প্রশ্নের (এমসিকিউ) উপরে। সেই ধরনের উত্তরে পরীক্ষার্থীদের সড়গড় করাতে কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই) বোর্ডের অধীন শহরের প্রায় সমস্ত স্কুল সেপ্টেম্বরে প্রি বোর্ডের পরীক্ষা পুরোপুরি এমসিকিউয়ের উপরেই নিতে চলেছে। অধ্যক্ষেরাও জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই অনলাইন ক্লাসে ওই ধাঁচে উত্তর লেখার উপরে গুরুত্ব দিয়ে পড়াচ্ছেন। এর আগে গোটা প্রশ্নপত্রের উত্তর এমসিকিউয়ের ধাঁচে পরীক্ষার্থীরা কখনও দেয়নি।

Advertisement

করোনা আবহে এ বছর সিআইএসসিই বোর্ডের আইসিএসই (দশমের পরীক্ষা) এবং আইএসসি (দ্বাদশের পরীক্ষা) একটি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হবে না। বরং নভেম্বর এবং এপ্রিলে দু’টি মূল্যায়নের মাধ্যমে তা হবে বলে জানানো হয়েছে। নভেম্বরের পরীক্ষা অনলাইনে হবে। তবে এপ্রিলের পরীক্ষা অনলাইন না অফলাইনে হবে, পরে জানানো হবে। পাশাপাশি সিআইএসসিই বোর্ড জানিয়েছে, নভেম্বরে বোর্ডের পরীক্ষার পুরোটাই এমসিকিউ ধাঁচে হবে।

শহরের কয়েকটি স্কুলের অধ্যক্ষেরা জানাচ্ছেন, এত দিন প্রশ্নপত্রে ছোট-বড় মিশিয়ে প্রশ্ন থাকত। এ বারই প্রথম একটি সিমেস্টার এমসিকিউয়ের ধাঁচে হওয়ায় পড়ার ধরনও বদলাতে হবে। ন্যাশনাল ইংলিশ স্কুলের অধ্যক্ষা মৌসুমী সাহার মতে, আরও বেশি খুঁটিয়ে পড়তে হবে পরীক্ষার্থীদের। কারণ, একটি অধ্যায়ের যে কোনও জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। মৌসুমীদেবী বলেন, ‘‘আমাদের স্কুলে আগামী বছর যারা আইসিএসই এবং আইএসসি দেবে, তাদের এমসিকিউ প্রশ্নের ধাঁচেই প্রি বোর্ডের পরীক্ষা হবে।’’ রামমোহন মিশন হাইস্কুলের অধ্যক্ষ সুজয় বিশ্বাস জানান, তাঁদের স্কুলেও সেপ্টেম্বরের প্রি বোর্ড পরীক্ষায় এমসিকিউ ধাঁচে প্রশ্ন হবে। সুজয়বাবু বলেন, “অনলাইন ক্লাসেও এখন এমসিকিউয়ের উপরেই জোর দেওয়া হচ্ছে।” পার্ক সার্কাস ডন বস্কোর অধ্যক্ষ ফাদার বিকাশ মণ্ডল জানান, গত বছর থেকেই অনলাইন পরীক্ষায় প্রাধান্য পাচ্ছে এমসিকিউ। পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য সেপ্টেম্বর এবং অক্টোবরে এমসিকিউ ধাঁচের প্রশ্নে দু’টি অনলাইন পরীক্ষাও নেওয়া হবে।

Advertisement

তবে মডার্ন হাইস্কুল ফর গার্লসের ডিরেক্টর দেবী কর মনে করেন, এমসিকিউয়ের পাশাপাশি বড় প্রশ্নের উত্তর লেখাও শেখানো দরকার। তাঁর মতে, ‘‘শুধুই এমসিকিউ রপ্ত করলে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর লিখতে শিখবে না পরীক্ষার্থীরা। নভেম্বরে বোর্ডের সিমেস্টার এমসিকিউয়ের উপরে হওয়ায় সেই দিকে জোর দিয়েই সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু অনলাইন ক্লাসে সব ধরনের প্রশ্নের উত্তরেই পরীক্ষার্থীদের অভ্যস্ত করতে পড়ানো হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement