Lalbazar

মত্ত অবস্থায় ডিউটি করায় পুলিশকর্মীকে সাসপেন্ড

প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছিল, ওই পুলিশকর্মী মত্ত অবস্থায় ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ০৮:৩৪
Share:

যাচাইয়ের পরেই বুধবার তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে লালবাজারের এক কর্তা জানিয়েছেন। ফাইল ছবি

মত্ত অবস্থায় ডিউটি এবং ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে এক পুলিশকর্মীকে সাসপেন্ড করল লালবাজার। পুলিশ সূত্রের খবর, সাসপেন্ড হওয়া পুলিশকর্মীর নাম জয়ন্ত চট্টোপাধ্যায়। তিনি শিয়ালদহ ট্র্যাফিক গার্ডে কনস্টেবল পদে কর্মরত। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ের পরেই বুধবার তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে লালবাজারের এক কর্তা জানিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে নিয়ম মেনে বিভাগীয় তদন্ত শুরু করেছেন এক জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি)।

Advertisement

লালবাজারের ট্র্যাফিক বিভাগের এক শীর্ষ কর্তা জানান, ডিউটি করার সময়ে বাহিনীর সকলকে নিয়ম মেনে চলতে হবে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছিল, ওই পুলিশকর্মী মত্ত অবস্থায় ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তিনি আরও জানান, যে কোনও পুলিশকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেবে লালবাজার। পুলিশকর্মীদের মত্ত অবস্থায় ডিউটিতে আসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে এক রূপান্তরকামী এবং তাঁর সঙ্গী মহিলাদের গাড়ি আটকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল ট্র্যাফিক বিভাগের এক অতিরিক্ত অফিসারের বিরুদ্ধে। অভিযোগ, সেই সময়ে মত্ত অবস্থায় ছিলেন ওই অফিসারও। গত মাসে ওই অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে তদন্তকারীরা চার্জশিট জমা দিয়েছেন।

Advertisement

শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ কী?

সূত্রের দাবি, জয়ন্ত মাঝেমধ্যেই মত্ত অবস্থায় ডিউটি করতে আসেন। এ নিয়ে তাঁকে ঊর্ধ্বতন অফিসারেরা কিছু বললে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে ডিউটি করতে হয়, এমন সব জায়গা থেকে সেই জন্য তাঁকে তুলে নেওয়া হয়েছিল। এর বদলে তাঁকে ট্র্যাফিক গার্ড সংলগ্ন এলাকায় ডিউটি করতে দেওয়া হয়। অভিযোগ, চলতি সপ্তাহে তিনি ডিউটিতে থাকাকালীন পুলিশের গাড়িতে বসে মদ্যপান করেছিলেন। এর পরেই তাঁর বিরুদ্ধে ওসির কাছে রিপোর্ট চায় লালবাজার। যার ভিত্তিতে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement