Facebook

ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা রুখল পুলিশ

সোনারপুর থানা সূত্রের খবর, এ দিন বিকেল সাড়ে ৩টে নাগাদ থানার এক আধিকারিকের মোবাইলে ফোন আসে। জানা যায়, ঘাসিয়ারা এলাকার এক তরুণী ফেসবুক লাইভ করতে করতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২০ ০১:১৪
Share:

প্রতীকী ছবি

ফেসবুক লাইভের মধ্যেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল পুলিশ। সোমবার, সোনারপুর থানার ঘাসিয়ারা এলাকার ঘটনা।

Advertisement

সোনারপুর থানা সূত্রের খবর, এ দিন বিকেল সাড়ে ৩টে নাগাদ থানার এক আধিকারিকের মোবাইলে ফোন আসে। জানা যায়, ঘাসিয়ারা এলাকার এক তরুণী ফেসবুক লাইভ করতে করতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। এর পরে ফেসবুকের সূত্র ধরেই ঘাসিয়ারা এলাকায় খোঁজ শুরু করেন থানার আধিকারিকেরা। বিকেল ৪টে নাগাদ স্থানীয় একটি মেসবাড়ি থেকে অচৈতন্য অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এর পরে তাঁকে নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম হাসপাতালে। চিকিৎসকেদের অনুমান, ওই তরুণী বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়েছিলেন। তবে তাঁর শারিরিক অবস্থা স্থিতিশীল। পুলিশ সূত্রের খবর, ওই তরুণীর বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। তাঁর পরিবারের খোঁজ করছে পুলিশ। কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা জানতে ওই মেসে থাকা অন্য আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে রাত পর্যন্ত জ্ঞান না ফেরায় ওই তরুণীর সঙ্গে চিকিৎসক ও পুলিশ আধিকারিকেরা কথা বলতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement