Diwali

লুকিয়ে বাজি বিক্রি, বেলেঘাটায় ধৃত ব্যবসায়ী

বেলেঘাটা থানার পুলিশ চাউলপট্টি রোড থেকে প্রায় ৭০ কেজি বাজি বাজেয়াপ্ত করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ২০:৫৩
Share:

বাজেয়াপ্ত করা আতশবাজি। নিজস্ব চিত্র।

বিপুল পরিমাণে আতশবাজি বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক ব্যবসায়ীকেও।

Advertisement

কলকাতা হাইকোর্টের নির্দেশে এ বছর সমস্ত রকমের বাজি পোড়ানো এবং বিক্রি নিষিদ্ধ হয়েছে। তার পরেও কিছু অসাধু ব্যবসায়ী বাজি বিক্রির চেষ্টা করছেন। আদালতের নির্দেশ পাওয়ার পর কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ এবং প্রশাসন। একই সঙ্গে করোনাকালে আতশবাজি পোড়ানোর বিরুদ্ধে সচেতনতা প্রচারও চালাচ্ছে পুলিশ।

আতশবাজি নিয়ে কোনও অভিযোগ থাকলে, ডায়াল ১০০ এবং ৯৪৩২৬১০৪৪৪ নম্বরে ফোন করার আবেদন জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। আজ, শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বেলেঘাটা থানার পুলিশ চাউলপট্টি রোড থেকে প্রায় ৭০ কেজি বাজি বাজেয়াপ্ত করেছে। তার মধ্যে নানা ধরনের আতশবাজি রয়েছে। এই ঘটনায় মঙ্গল দেবনাথ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নুঙ্গি এবং চম্পাহাটিতে বাজি বিক্রি বন্ধ রয়েছে। রাজ্যের এই দুই জায়াগায় সব থেকে বেশি পরিমাণে বাজি তৈরি এবং বিক্রি হয়ে থাকে। জেলা এবং কলকাতা পুলিশের সীমান্তে চলছে নাকা চেকিং।

Advertisement

আরও পড়ুন: মজুত বাজি বিপদ ডাকবে না তো! শঙ্কা কাটছে না

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement