—প্রতীকী চিত্র।
শহরের বুকে ফের অপহরণের অভিযোগ। তবে শুক্রবার ওই অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃত যুবককে উদ্ধারের পাশাপাশি অপহরণে অভিযুক্ত দুই যুবককেও গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। মাস কয়েক আগে কড়েয়া ও বৌবাজার থানা এলাকা থেকেও দিনের বেলায় অপহরণের অভিযোগ উঠেছিল।
পুলিশ জানায়, শুক্রবারের ঘটনায় ধৃতদের নাম আক্রম খান ও শাহিদ আলি। ওই ঘটনায় শাহিবান খান নামে আরও এক যুবক জড়িত বলে অভিযোগ। শনিবার আক্রম ও শাহিদকে শিয়ালদহ আদালতে তোলা হয়। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানান, বিচারক দু’জনকেই পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, তপসিয়া রোডের বাসিন্দা, বছর আঠাশের ইমতেসাল জায়িমের অভিযোগ, শুক্রবার বিকেল তিনটে নাগাদ আক্রম ও শাহিদ তাঁকে স্যর সৈয়দ আহমেদ রোডে পাকড়াও করে। ইমতেসালের মা আক্রমের কাছ থেকে বছর দুয়েক আগে যে ১৬ লক্ষ টাকা ধার করেছিলেন, তা ফেরত চায় আক্রম। ইমতেসাল টাকা দিতে না পারায় আক্রম ও শাহিদ তাঁকে কিল-চড়-ঘুষি মেরে অপহরণ করে এবং কসাইবাগান লেনের একটি ঘরে নিয়ে গিয়ে আটকে রাখে। কিছু ক্ষণ পরে ওই ঘরে আসে শাহিবান। এর পরে তিন জন মিলে ইমতেসালকে রাধাগোবিন্দ সাহা লেনের একটি বাড়িতে নিয়ে যায় ও সেখানে আটকে রাখে।
পুলিশ জানায়, ছেলে ইমতেসালকে টাকার জন্য আটকে রাখা হয়েছে জানতে পেরে তাঁর বাবা জাইমউদ্দিন ১০০ নম্বরে ফোন করেন। ফোন পেয়ে বেনিয়াপুকুর থানার পুলিশ সূত্র মারফত জানতে পারে রাধাগোবিন্দ সাহা লেনের একটি বাড়িতে ইমতেসালকে আটকে রাখা হয়েছে। সেখান থেকেই তাঁকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।