প্রতীকী ছবি।
ষোলো বছরের মেয়েটির সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বুধবার থেকে তার টেস্ট পরীক্ষা। পড়াশোনায় ভাল ওই ছাত্রীর ইচ্ছে ছিল নার্স হওয়ার। সেই ইচ্ছেয় বাদ সাধে পরিবার। অভিযোগ, নাবালিকা হওয়া সত্ত্বেও মেয়েটির বিয়ে দিচ্ছিল পরিবার। প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার বারাসত লাগোয়া কদম্বগাছির ওই কিশোরীকে বিয়ের পিঁড়ি থেকে উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ। অবশেষে পরীক্ষা দিতে পারবে জেনে সে আনন্দে কেঁদে ফেলে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কদম্বগাছির বেলঘরিয়ায় বিয়ের আয়োজন করে ওই কিশোরীর পরিবার। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। ওই ছাত্রী পুলিশকে জানায়, বুধবার থেকে তার পরীক্ষা, এখন তার বিয়ের ইচ্ছে ছিল না। কার্যত পরিবারের চাপেই বিয়ে করতে হচ্ছে তাকে। কিশোরী মেয়ের বিয়ে দেওয়ার অপরাধে তার বাবাকে আটক করে পুলিশ। তার পরেই বন্ধ হয় বিয়ে। বুধবার মেয়েটির বাবা পুলিশের কাছে ক্ষমা চেয়ে জানান, ১৮ বছর না হলে তিনি
মেয়ের বিয়ে দেবেন না। এর পরেই তাকে ছাড়া হয়। সম্প্রতি বারাসতের কাছে বামনগাছিতে, ঠিক সময়ে পৌঁছে এক কিশোরীর বিয়ে আটকে দেয় পুলিশ।