সবুজ রক্ষায় হাঁটবেন মমতা, আশঙ্কা যানজটের

লালবাজার সূত্রের খবর, এ দিন বিকেল তিনটে নাগাদ বিড়লা তারামণ্ডলের সামনে থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ‘সেভ গ্রিন, স্টে ক্লিন’ শীর্ষক ওই পদযাত্রা শুরুর কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ০২:৪৫
Share:

‘জল বাঁচাও’ পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।— ফাইল চিত্র।

পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে আজ, বৃহস্পতিবার বিকেলে এক পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন দফতর আয়োজিত ওই পদযাত্রার জেরে বিকেলে অফিস ছুটির সময়ে দক্ষিণ কলকাতার বড় অংশে যানজট ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছে ট্র্যাফিক পুলিশ।

Advertisement

লালবাজার সূত্রের খবর, এ দিন বিকেল তিনটে নাগাদ বিড়লা তারামণ্ডলের সামনে থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ‘সেভ গ্রিন, স্টে ক্লিন’ শীর্ষক ওই পদযাত্রা শুরুর কথা। সেখান থেকে কুইন্স ওয়ে, চৌরঙ্গি রোড, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, সাদার্ন অ্যাভিনিউ হয়ে নজরুল মঞ্চে পৌঁছবে পদযাত্রা। পরিবেশ রক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে সেখানে। ওই সব রাস্তার ধারের গলিগুলিতেও গাড়ির যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পদযাত্রাকে ঘিরে ওই রাস্তাগুলিতে দক্ষিণমুখী বা টালিগঞ্জগামী গাড়ি যানজটের কবলে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠানের জন্য বিকেল তিনটের আগেই কুইন্স ওয়েতে গাড়ি চলাচল বাধা পেতে পারে। ফলে ওই সময়ে শেক্সপিয়র সরণি দিয়ে আসা গাড়িকে পার্ক স্ট্রিট মোড়ের দিকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। পদযাত্রা চৌরঙ্গি রোড হয়ে হাজরার দিকে যাওয়ার সময়ে বাধা পাবে পার্ক স্ট্রিটমুখী গাড়ির গতি।

Advertisement

ট্র্যাফিক পুলিশের দাবি, এক্সাইড মোড় হয়ে পদযাত্রা এগোলে বাধা পাবে এজেসি বসু রোডের দু’দিকে গাড়ির যাতায়াত। একই সঙ্গে ওই পদযাত্রার জন্য আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে হরিশ মুখার্জি রোড দিয়ে।

ট্র্যাফিক পুলিশের এক অফিসার বলেন, ‘‘পদযাত্রা শুরু হবে বিকেল তিনটেয়। ওই সময়ে গাড়ির চাপ কম থাকলেও পদযাত্রা যখন শেষ হবে, তখন অফিস ছুটি হবে। সেই সময়ে কিছু রাস্তায় গাড়ির গতি ব্যাহত হলেও বিকল্প ভাবনা থাকছে আমাদের।’’ লালবাজার সূত্রের খবর, পদযাত্রা যাবে রাস্তার এক দিক ধরে। তখন রাস্তার অন্য প্রান্তে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হবে। কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। তবে গুরুত্বপূর্ণ মোড়গুলি দিয়ে পদযাত্রা যাওয়ার সময়ে যানজট পরিস্থিতি কিছুটা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement