টলিউড অভিনেত্রী অরুণিমা ঘোষ। ছবি : ইন্সটাগ্রাম
টলিউড অভিনেত্রীকে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হুমকি দিয়ে, গালিগালাজ করে গ্রেফতার হলেন এক যুবক। অভিযোগ, প্রায় ছ’মাস ধরে অরুণিমা ঘোষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করছিলেন ওই যুবক।
গত ৩০ মে অরুণিমা কলকাতা পুলিশের সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার পুলিশ গ্রেফতার করে গড়ফার বাসিন্দা মুকেশ সাউকে।
অরুণিমা বলেন,‘‘এ বছরের গোড়ার দিক থেকে সমস্যার সূত্রপাত। আমাকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি আপত্তিকর মন্তব্য করছিলেন।” প্রথম দিকে বিষয়টি গুরুত্ব না দিলেও দিনের পর দিন উৎপাত আরও বেড়ে যায় বলে অভিযোগ অরুণিমার। তিনি বলেন,‘‘রোজ রোজ নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করত। আমার সোশ্যাল মিডিয়াতে থাকা বন্ধুদের উদ্দেশ্য করেও গালিগালাজ-হুমকি দেওয়া শুরু করে।”
আরও পড়ুন: প্রযুক্তিগত ত্রুটি নিয়ে কারশেডে পড়ে ছিল নতুন এসি রেক, ‘সারিয়ে’ নামাতেই পার্ক স্ট্রিট বিপর্যয়
অরুণিমা ঘোষ। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
তদন্তকারীরা জানিয়েছেন, মুকেশ ময়ূখ সাহা নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল ওই যুবক। মোবাইল থেকে সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করত। অরুণিমার অভিযোগ,‘‘একটা সময় দেখলাম ওই লোকটি আমার উপর সবসময়ে নজর রাখে। আমি কোথায় যাচ্ছি, কোন জিমে যাচ্ছি সব জানে। আমি খুব ভয় পেয়ে যাই। তারপরই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করি।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে তদন্তকারীদেরও মনে হয়েছিল গোটা ঘটনার পিছনে হয়তো অভিনেত্রীর পরিচিত কেউ রয়েছেন। শেষ পর্যন্ত আইপি অ্যাড্রেস ধরে চিহ্নিত করা হয় মোবাইলটি। সেই সূত্র ধরেই রবিবার গ্রেফতার করা হয় মুকেশকে। গড়ফা এলাকায় একটি মুদির দোকান রয়েছে অভিযুক্তের। সোমবার আদালতে তোলা হলে তাকে আগামী ২৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। কী কারণে সে ওই অভিনেত্রীকেহুমকি দিচ্ছিল তা জানতেতদন্তকারীরা ওই যুবককে জেরা করবেন।
আরও পড়ুন : চুরি বেড়ে চলেছে কলকাতায়, ক্রাইম মিটিংয়ে উদ্বেগ স্বয়ং নগরপালের