বিদেশে চাকরির ‘টোপ’, গ্রেফতার ২

বিদেশে চাকরির লোভ দেখিয়ে মোটা টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন দুই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে, তিলজলা রোড থেকে। ধৃতদের নাম ইত্তাহাদ আলম ও আনাস রহমান খান। পুলিশ জানায়, ধৃতেরা তিলজলা রোডে একটি অফিস খুলে বসে চাকরি দেওয়ার নাম করে টাকা আদায় করছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০০:৪৩
Share:

বিদেশে চাকরির লোভ দেখিয়ে মোটা টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন দুই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে, তিলজলা রোড থেকে। ধৃতদের নাম ইত্তাহাদ আলম ও আনাস রহমান খান। পুলিশ জানায়, ধৃতেরা তিলজলা রোডে একটি অফিস খুলে বসে চাকরি দেওয়ার নাম করে টাকা আদায় করছিলেন। ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাঁরা যোগাযোগ করতেন। দুবাই, সিঙ্গাপুরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হতো। পরে প্রার্থীদের জানানো হতো, চাকরি পাওয়ার আগে তাঁদের শারীরিক পরীক্ষা হবে। তার রিপোর্ট বিদেশে পাঠানোর পরে উত্তর এলে তবেই চাকরি পাবেন তাঁরা।

Advertisement

পুলিশ জানায়, চাকরিপ্রার্থীরাই উদ্যোগী হয়ে শারীরিক পরীক্ষার রিপোর্ট জমা দিতেন ধৃতদের কাছে। আলমদের প্রতিশ্রুতি মতো দিন সাতেকের মাথায় বিদেশ থেকে আসা চিঠিও পেতেন। ই-মেল বা তিলজলার অফিস থেকে সেই চিঠি নিয়ে যেতে হত। এতে প্রতারকদের প্রতি তাঁদের বিশ্বাস আরও দৃঢ় হতো। পুলিশ জানিয়েছে, চিঠি পাওয়ার পরেই প্রতি প্রার্থীর কাছে সাত থেকে দশ হাজার টাকা চাইতেন আলম ও আনাস। প্রার্থীরা ওই টাকা জমা দিলে তাঁদের তিন মাসের মধ্যে চাকরির সংক্রান্ত পাকা চিঠি বাড়িতে পৌঁছে দেওয়ার কথাও বলতেন তাঁরা। এ ভাবে প্রায় ৪০০ জনের কাছ থেকে তাঁরা টাকা নিয়েছিলেন বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। টাকা জমা দেওয়ার তিন মাস পরেও অনেকেই সেই চাকরির চিঠি পাননি। সুরাতের বাসিন্দা চাকরিপ্রার্থী মুকেশ পাণ্ডে ১৯ জুলাই আলমদের বিরুদ্ধে অভিযোগ করেন। ধৃতদের আদালতে ৫ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement